জিতু কামাল ও নবনীতা দাসের ব্যক্তিগত সম্পর্ক তলানিতে। সংসারে চার দেওয়ালের গন্ডি ছেড়ে তা এখন প্রকাশ্যে। নবনীতা জানিয়ে দিয়েছেন, জিতুর সঙ্গে আলাদা থাকছেন তিনি। একই সঙ্গে এও জানিয়েছেন, বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। নেপথ্যে কোন কারণ, তা নিয়ে জল্পনা চলছেই। অন্যদিকে জিতুর মুখে উল্টো সুর শোনা যেতেই নেটিজেনদের একাংশ অবশ্য কাটগড়ায় দাঁড় করিয়েছেন নবনীতাকেই। এরই মধ্যে জিতুর সাম্প্রতিক এক পোস্ট নিয়ে চলছে কাটাছেঁড়া। নেটিজেনদের একটা বড় অংশের মতে পোস্টে আদপে নবনীতাকেই কটাক্ষ করেছেন জিতু?
সম্প্রতি বিদেশ থেকে শুটিং সেরে ফিরেছেন তিনি। ফিরেই পাহাড়ের কোলে ছবি পোস্ট করেছেন তিনি। শেয়ার করেছেন দলাই লামার একটি উক্তি। লেখা, “অন্যদের আচরণ নিজের ভেতরের শান্তিকে নষ্ট করতে দিও না”। নেহাতই শেয়ার করা এক উক্তি? নাকি জিতুর সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে বেশ খানিকটা। দুইয়ে দুইয়ে চার করছে নেটিজেনরা। নিত্য নতুন রটছে রটনা। এই যেমন এর আগে রটেছিল তাঁর আগামী দুই ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জিতু নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর সেই কারণেই নাকি স্ত্রীর সঙ্গে এই ‘ছাড়াছাড়ি’। যদিও সবটা নিয়ে মুখ খুলেছিলেন নবনীতা। সাফ জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কে কোনও তৃতীয় ব্যক্তি নেই। একই সঙ্গে টলিউডের গুঞ্জন আবার বলছিল অন্য কথা। নবনীতার ‘ক্যাজুয়াল ডেট’-এর কথাও রটে।
সত্যিটা কী? তা জনতা জানতে উৎসুক হলেও দু’জনে কারণ নিয়ে এক প্রকার চুপই। এর আগে সাংসারিক অশান্তি নিয়ে জিতুকে টিভিনাইন বাংলা প্রশ্ন করতেই অভিনেতা বলেছিলেন, “না না, এসব কিচ্ছু না। ওহ বাচ্চা মেয়ে। কোনও কারণে রাগ করেছে। এই সব কিচ্ছু না, দাঁড়ান আমি ওর সঙ্গে কথা বলে ফের ফোন করছি।” সেই ফোন আসেনি। তাঁদের সম্পর্ক জোড়া লাগুক, ভাল থাকুক তাঁরা– আপাতত এমনটাই ইচ্ছে ওঁদের ভক্তদের।