Tolly Gossip: নবনীতাকে ব্লক করেছেন, টলিউডের কোন নায়িকাকে জড়িয়ে ছবি দিলেন জিতু?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 07, 2023 | 3:19 PM

Jeetu kamal: নবনীতা দাস ও জিতু কামালের মধ্যে বিচ্ছেদ, কাদা ছোড়াছুড়ি, বিরহের বেদনা-- এখন যেন নিত্যদিনের ঘটনা। কিছু দিন আগেই টিভিনাইন বাংলাকে নবনীতা জানিয়েছিলেন, জিতু তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছেন। তাই জিতু কী কী পোস্ট করেন, কী কী লেখেন তা কিছুই জানতে পারেন না তিনি।

Tolly Gossip: নবনীতাকে ব্লক করেছেন, টলিউডের কোন নায়িকাকে জড়িয়ে ছবি দিলেন জিতু?
জিতু কামাল।

Follow Us

নবনীতা দাস ও জিতু কামালের মধ্যে বিচ্ছেদ, কাদা ছোড়াছুড়ি, বিরহের বেদনা– এখন যেন নিত্যদিনের ঘটনা। কিছু দিন আগেই টিভিনাইন বাংলাকে নবনীতা জানিয়েছিলেন, জিতু তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছেন। তাই জিতু কী কী পোস্ট করেন, কী কী লেখেন তা কিছুই জানতে পারেন না তিনি। নবনীতা দেখতে না পেলেও জিতুর যে তাতে ‘ডোন্ট কেয়ার’ সে আভাস মিলেছে আগেই। এবার টলিউডের একদা ‘রানি’কে আলিঙ্গন করে একটি ছবি দিলেন তিনি। কোন নায়িকা আন্দাজ করতে পারছেন কি? তিনি আর কেউ নন। ঋতুপর্ণা সেনগুপ্ত– ৯০ ও ২০০০-র শেষ পর্যন্ত টলিউড যার ছিল হাতের মুঠোয়। বয়স ৫০ পার করেছে। তবু আজও তিনি অপ্রতিরোধ্য। তাঁকেই বাহুডোরে আগলে রেখে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিতু। শুধু জিতুই নন। গোটা টলিউড এমনকি বলিউডেরও কেউ কেউ এ দিন শুভেচ্ছা জানিয়েছেন জিতু কামালকে।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই বিচ্ছেদের কথা নিজেই জানিয়েছিলেন নবনীতা দাস। প্রথমটা অস্বীকার করলেও পরে যদিও সবটা মেনে নেন জিতু। শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন নবনীতা। যদিও নবনীতা তা মানতে চাননি। বরং এবার পুজো একা একা কাটিয়েছেন বলেই দাবি করেছিলেন তিনি। টিভিনাইন বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে আক্ষেপের সুরে তিনি বলেছিলেন, ““আমি আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছি। জিতুর বাড়ি থেকে চলে আসার পর থেকে আগের কিছুই ব্যবহার করি না আমি। জামাকাপড় নতুন কিনেছি। ফোনটাও নতুন ব্যবহার করছি। আমার জীবনটা পাল্টে গিয়েছে।” আর জিতু? তাঁর জীবনও কি বদলে গিয়েছে? নিজের প্রোফাইলে শেয়ার করা এক কোটের মাধ্যনে জিতু বলছেন, “মানুষ তোমার ইমেজ নষ্ট করে দিতে পারে। ব্যক্তিগত ভাবে ভেঙে দিতে পারে। তোমার নামে অপবাদ দিতে পারে। কিন্তু তোমার ভাল কা তোমার থেকে ছিনিয়ে নিতে পারে না।”

Next Article