Jeetu Kamal: ধুতি পাঞ্জাবিতে জিতু কামাল, আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা?

Jeetu Nabanita: মাঝে মধ্যেই নিজের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন জিতু। এও তেমনই এক ছবি। এর সঙ্গে বিয়ে কোনও যোগাযোগ নেই।

Jeetu Kamal: ধুতি পাঞ্জাবিতে জিতু কামাল, আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা?
অভিনেতা জিতু কামাল

| Edited By: Sneha Sengupta

Aug 15, 2023 | 9:08 AM

বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চলছে অভিনেতা জিতু কামাল ও অভিনেত্রী নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদ নিয়ে। প্রেম শেষ, আলাদা হয়েছে ছাদও। পাবলিক ফোরামে স্বামী জিতু কামালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন নবনীতা। তবে এরই মাঝে হঠাৎই বরবেশে ধরা দিলেন জিতু। আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? প্রশ্ন দর্শকমনে।

ছোট পর্দার পর এবার বড় পর্দায় পা বাড়িয়েছেন জিতু। কাজ করছেন চুটিয়ে। এসবের মাঝেই ব্যক্তিগত জীবনে এসেছে ঝড়। জিতু-নবনীতার বিচ্ছেদের কাহিনি এখন সোশ্য়াল মিডিয়ার হটকেক। এসবের মাঝে গুঞ্জনকে আরও একটু উস্কে দিল জিতুর একখানা ছবি। সাদা সুতোর পাঞ্জাবি ও কালো ধুতিতে ধরা দিলেন অভিনেতা। আবার ছাদনা তলায় দেখা মিলবে না কি? না, না তা একেবারেই না। এ এক ফটোশুটের ছবি।

মাঝে মধ্যেই নিজের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন জিতু। এও তেমনই এক ছবি। এর সঙ্গে বিয়ে কোনও যোগাযোগ নেই। প্রসঙ্গত, মাস দুয়েক আগে ফেসবুকের পাতায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন স্ত্রী নবনীতা। জানা যায়, বেশ কয়েক মাস ধরে আলাদাই রয়েছেন তাঁরা। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মাঝেও দু’জনেই চুটিয়ে কাজ করছেন। বর্তমানে জিতু কাজ করছেন ‘বাবুসোনা’ ধারাবাহিকে, আর  নবনীতা ‘বিয়ের ফুল’ মেগা সিরিয়ালে।