জিতু কামাল– কখনও তিনি পর্দায় সত্যজিৎ রায় আবার কখনও বা ‘রাগে অনুরাগে’ধারাবাহিকে বয়স্ক এক চরিত্র। নিজেকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। এবার তাঁর সোজাসুজি সতর্কবাণী, ‘দেখা হবে নরকে’। কিন্তু কেন? একগাদা ছবির মাঝে আসছে আবারও এক নতুন ছবি যেখানে মুখ্য ভূমিকায় জিতু। ছবির নাম ‘বেঙ্গল পুলিশ, চ্যাপ্টার ১, এম১৬’। সেই ছবির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। আর সেই ছবিতেই মারকাটারি অ্যাকশনের দৃশ্যে দেখা গেল তাঁকে। সেই যেন ১৫ বছর আগের বাংলা ছবি। সেই চেনা ছক, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’। ছবির মুখ্য ভূমিকাতেই দেখা গিয়েছে জিতুকে। টিভিনাইন বাংলাকে জিতু জানিয়েছেন, তাঁর শুটিং এখনও শুরু হয়নি। কলকাতায় শুটিং শিডিউল আছে। তবে বাইরেও শুটিং হওয়ার কথা হয়েছে? যদিও নায়িকা এখনও চূড়ান্ত হয়নি বলেই দাবি জিতুর। জিতুর কথায়, “কোন প্রতিযোগিতায় বিশ্বাসী ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।রাগে-অনুরাগে করার সময় শুনেছিলাম “এই বয়স্ক চরিত্র এই বয়সে কেউ করে..!!” “অপরাজিত” করার সময়েও বহু মানুষ বলেছিল, খুব রিস্কি! কিন্তু আমি, আমার বিশ্বাসের ওপর ভর করে কাজগুলো করেছি। সকলের অনেক আশীর্বাদ পেয়েছি। আপাতত সেই আশীর্বাদের উপর আস্থা রেখেই অ্যাকশন ছবিতে দেখা যাবে তাঁকে। দর্শক কতটা আপন করে নেন তাঁকে, এখন সেটাই দেখার।
ইদানিং টলিপাড়ায় এক ট্রেন্ড দেখা গিয়েছে। ‘পুরনো চাল ভাতে বাড়ে’ এই কনসেপ্টকে মজ্জাগত করে আবারও মশালাদাঁড় ছবির দিকে ঝুঁকেছে পরিচালক-নায়করা। জিৎ এই ট্রেন্ড বহুদিন ধরেই বজায় রেখেছেন, সেই তালিকায় এবার যোগ হয়েছেন জিতু ও অঙ্কুশেরাও। ঝাঁঝাল ডায়লগ, পৌরুষত্বের চরম প্রদর্শন দক্ষিণে হিট, বাঙালি দর্শকও কি পছন্দ করবে এই সব তাও ২০২৩-এ দাঁড়িয়ে? উত্তর দেবে সময়।