Sara Sengupta: ছোট্ট উমা আর পরিণত, বিকিনিতে বোল্ড সারাকে দেখে অবাক নেটপাড়া
jisshu Sengupta: সোশ্যাল মিডিয়ায় ছবিসহ খোলসা করলেন ডেস্টিনেশন। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সারা। যা দেখে অনেকেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কখনও বিকিনি লুক কখনও আবার শর্টস পরে সমুদ্র সৈকত থেকে পোস্ট দিলেন সারা।
চোখের সামনে যেন বড় হয়ে গেল অভিনেতা যিশু সেনগুপ্তের বড় মেয়ে, সারা সেনগুপ্ত। ২০১৮ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে তাঁর অভিনয়ে হাতেখড়ি। যিশু সেনগুপ্ত অতীতে একাধিকবার জানিয়েছিলেন, তিনি বা তাঁর স্ত্রী নীলাঞ্জনা কেউই কেরিয়ার গড়তে, সারাকে নিজের পায়ে দাঁড়াতে, সাহায্য করবেন না। সারার যেটা মন চায়, সে সেটাই করবে। অভিনয় মডেলিং জগতেও যদি সে প্রতিষ্ঠিত হতে চায়, তবে সে তাঁর নিজের চেষ্টায় হবে। সারা বর্তমানে সিনে পাড়ার পরিচিত মুখ। মুম্বইয়ের বুকে ব়্যাম্পে সকলকে তাক লাগিয়েছেন অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কোথায় উড়ে গেলেন সারা?
সোশ্যাল মিডিয়ায় ছবিসহ খোলসা করলেন ডেস্টিনেশন। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সারা। যা দেখে অনেকেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কখনও বিকিনি লুক কখনও আবার শর্টস পরে সমুদ্র সৈকত থেকে পোস্ট দিলেন সারা। পোষ্য তাঁর বরাবরই ভীষণ প্রিয়, তাই যেখানেই সারমেয় পেয়েছেন কিংবা ছোট্ট বিড়াল পেয়েছেন তাঁদের সঙ্গে একাধিক ছবি তিনি ফ্রেমবন্দি করেছেন। তবে সারার এই বোল্ড লুক দেখে একপ্রকার অবাক নেট দুনিয়া।
কেউ লিখলেন, ‘তোমাকে পুরো তোমার মায়ের মতো দেখতে’। কেউ লিখলেন, ‘আপনার মত সুন্দর কাউকে অতীতে দেখিনি’। সারার এই ভ্যাকেশন ডাইরে যেমন ধরা পড়ল তাঁর একার ছবি, তেমনই আবার জায়গা করে নিল পরিবারের সঙ্গে তোলা সেলফি। যেখানে যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সহ রয়েছেন জ়ারাও। প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্তের ছবি দশম অবতার। যেখানেই এক বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে।
View this post on Instagram