Tollywood Gossip: কাঞ্চনের সঙ্গে ‘মুভি-ডেট’ শ্রীময়ীর, জানালেন মনের কথা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 29, 2023 | 9:35 PM

Tollywood Gossip: কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মধ্যেকার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক আর নতুন কিছু নয়। তাঁরা প্রেমে আছেন নাকি অপ্রেমে এ নিয়ে চলতে থাকা নিয়মিত তরজার মাঝেই কাঞ্চনকে নিয়ে বড় সত্য ফাঁস শ্রীময়ীর। এ দিন অর্থাৎ রবিবার ধারাবাহিকের ব্যস্ত শিডিউল থেকে ছুটি মিলতেই অভিনেত্রী চলে গিয়েছিলেন বিধায়কের সঙ্গে মুভি ডেটে।

Tollywood Gossip: কাঞ্চনের সঙ্গে মুভি-ডেট শ্রীময়ীর, জানালেন মনের কথা
কাঞ্চনের সঙ্গে 'মুভি-ডেটে' শ্রীময়ী

Follow Us

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মধ্যেকার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক আর নতুন কিছু নয়। তাঁরা প্রেমে আছেন নাকি অপ্রেমে এ নিয়ে চলতে থাকা নিয়মিত তরজার মাঝেই কাঞ্চনকে নিয়ে বড় সত্য ফাঁস শ্রীময়ীর। এ দিন অর্থাৎ রবিবার ধারাবাহিকের ব্যস্ত শিডিউল থেকে ছুটি মিলতেই অভিনেত্রী চলে গিয়েছিলেন বিধায়কের সঙ্গে মুভি ডেটে। দক্ষিণ কলকাতার এক শপিং মলে দু’জনে মিলে দেখে ফেললেন শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি রক্তবীজ। ওই ছবিতে আবার অভিনয় করেছেন কাঞ্চন নিজেও। সেই ছবি শেয়ার করে শ্রীময়ী। শুধু কি তাই? একই সঙ্গে রাখডাক না করেই ছবি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে দিয়েছেন তিনি। লিখেছেন, “রক্তবীজ দেখলাম … পক্ষপাত না করেই জানাচ্ছি। মুভিটি অসাধারন। টোটাল রক। সবার থেকে আলাদা”। ছবিতে কাঞ্চন মল্লিক অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে। তাঁর অভিনীত চরিত্রটির নাম নিত্যানন্দ পতিতুন্ডি। তাঁর অভিনয় দর্শকদের বেশ ভাল লেগেছে। শুধু তাঁর অভিনয়ই নয় বক্সঅফিসেও বেশ ভালই পারফর্ম করেছে এই ছবি।

কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্ক ঠিক কোন খাতে এগচ্ছে তা নিয়ে সাধারণের মধ্যে কৌতূহলের সীমা নেই। কিছু দিন আগে পুজোর দিনেও ম্যাচিং পোশাকে ছবি দিয়েছিলেন দু’জনে। ওদিকে আবার শিক্ষক দিবসের দিন কাঞ্চনকে নিজের ‘শিক্ষক, ফিলোজফার ও গাইড’ বলে উল্লেখও করেছিলেন শ্রীময়ী। শুধু কি তাই? তাঁদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হতেই কাঞ্চনকে নিয়ে এক আবেগমাখা পোস্টও করেছিলেন তিনি। লিখেছিলেন, “২০১২ থেকে ২০২৩,আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ, আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। বন্ধন হোক মানবিকতার,ঐক্য হোক অটুট।” তাঁদের এই বন্ধুত্ব নিয়ে আলোচনা-সমালোচনা কিছু কম হয়নি। যদিও দু’জনের বন্ধুত্ব আজও অটুট।

 

 

Next Article