ঠিক এক বছর আগে অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় হারিয়েছিলেন তাঁর মাকে। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। মায়ের কোলে তিনি। খুবই সুইট ছবি। মায়ের তো বিকল্প হয় না। মা ছাড়া জীবনও কেমন মলিন হয়ে যায়। মাতৃহারার দিনে চূর্ণী ভাগ করে নিয়েছেন তাঁর মনের কথা। তিনি লিখেছেন, “খুব ছোটবেলায় তোমার কোলে করে ঘোরার কথা আমার স্মরণে নেই। কিন্তু এই ছবিটা আছে। সেটাই প্রমাণ। তুমি আমাকে তোমার অন্তরে ৯ মাস লালন করেছিলে। আমার যত্ন নিয়েছিলে। আমায় রক্ষা করেছিলে। আমার জন্য প্রসবের যন্ত্রণা সহ্য় করেছিলে তুমি। কিন্তু তুমি যখন শেষ নিঃশ্বাস ফেলছিলেন, আমি তোমার পাশে ছিলাম না। খুব কষ্ট হয় মা। আমি ভুলতে পারি না। তোমাকে ছাড়া একটা গোটা বছর কাটিয়ে ফেলেছি। তুমি যে রকম জীবন কাটাতে চেয়েছিলে, সেরকমই হয়তো কাটিয়েছ। যেখানে আছে হয়তো শান্তিতেই আছ। অনেক ভালবাসা নিও।”
চূর্ণীর এই পোস্টের পর তাঁর শাশুড়ি মায়ের জন্য আবেগঘন পোস্ট করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও। নিজে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে এনেছেন। তিনি লিখেছেন, “হয়েছিলে ১৯৯৩ সালে। কিন্তু আমার তোমার কাছে সন্তান হয়ে উঠতে অনেকটা সময় লেগেছিল। তুমি তেমনি ছিলে, হুট করে মনের অন্দরমহলের ঠিকানা দিতে না। সেটা ছিল তোমার ব্যক্তিগত আড়ালের জগত। এক সময় তুমি মন খোলা বন্ধু হলে! কতো কথা, চিন্তা, দুঃখ, রাগ, গর্ব সব জানাতে! আচমকা হাজির হতে উৎসবের মতো। হঠাৎ সব থেমে গেল। আজ এক বছর এই প্রথম আমরা কাটালাম তোমায় ছাড়া। সবাই শিখেও যাব, এভাবে থাকতে। কি ভাবে তোমাকে ছোঁবো ভেবে না পেয়ে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনলাম। না হয় আমাদের জামাইষষ্ঠীর বিকল্প ইলিশ ষষ্ঠীই হোক ! আজ রাতে তোমার জন্য ইলিশ হচ্ছে মা, কালোজিরে বেগুন দিয়ে। এটাই আমার স্মরণ,এটাই আমার তুমি। তুমি ওখানে ভালো আছো আমি জানি। প্রণাম তো তুমি নাও না , তাই আদর নাও।”