AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুরাগীদের অনুরোধে কিছু সিক্রেট শেয়ার করলেন কোয়েল!

Koel Mallick: কোয়েল পেশাদার অভিনেত্রী। কিন্তু অভিনয় না করলে তিনি কোন পেশা বেছে নিতেন?

অনুরাগীদের অনুরোধে কিছু সিক্রেট শেয়ার করলেন কোয়েল!
কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 5:53 PM
Share

আজ বুধবার ‘ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে’। করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে ভার্চুয়াল দুনিয়াই এখন যেন বেঁচে থাকার অন্যতম মাধ্যম। ফলে এই দিনটা সেলিব্রেট করা হবে না, তা তো হতে পারে না। অনেকের মতোই সেলিব্রেট করলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

সেলিব্রেশনের জন্য অনুরাগীদের পাঠানো কিছু প্রশ্ন বেছে নিয়েছিলেন কোয়েল। সে সব প্রশ্নের উত্তর দিয়েই সেলিব্রেট করলেন এই বিশেষ দিন। কোয়েলের বিশেষ কিছু পছন্দ, অপছন্দ নিয়ে জানতে চেয়েছিলেন অনুরাগীরা। এ যেন নায়িকার সিক্রেট শেয়ারের মতোই।

View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel)

শেষ কবে ফুচকা খেয়েছিলেন? এ প্রশ্নের উত্তরে কোয়েল জানান, ‘২০১৯’। অর্থাৎ দু’বছর হয়ে গিয়েছে ফুচকা খাননি তিনি। বাবা অর্থাৎ অভিনেতা রঞ্জিত মল্লিকের কোন ছবি পছন্দ? এ প্রশ্নের উত্তরে কোয়েল ব্যখ্যা করেন, রঞ্জিতের সব ছবিই তাঁর পছন্দের। একটা নাম বেছে নিতে বললে তিনি ‘শত্রু’ বেছে নেবেন।

কোয়েল পেশাদার অভিনেত্রী। কিন্তু অভিনয় না করলে তিনি কোন পেশা বেছে নিতেন? কোয়েল বলেন, ‘ডেফিনেটলি সাইকোলজিস্ট’। বাঙালি গোয়েন্দাদের মধ্যে পছন্দের কথা জানতে চাইলে তাঁর স্পষ্ট জবাব, ফেলুদা, ব্যোমকেশ, কিরীটিকে অবশ্যই ভাল লাগে। কিন্তু মিতিন মাসি নাকি একটু বেশি ফেভারিট। পর্দার মিতিন মাসি এ কথা বলবেন, সে তো স্বাভাবিক।

আরও পড়ুন, ‘জোর করে প্রশংসা না করায় আর বিচারক হওয়ার ডাক পাই না’, বিস্ফোরক সেলিম