AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জোর করে প্রশংসা না করায় আর বিচারক হওয়ার ডাক পাই না’, বিস্ফোরক সেলিম

Indian Idol 12: সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে সেলিম বলেন, “আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু আমি কখনও নির্মাতাদের কথা শুনিনি। হয়তো এখন আমি আর বিচারকের আসনে বসি না, তার কারণ এটাই।”

‘জোর করে প্রশংসা না করায় আর বিচারক হওয়ার ডাক পাই না’, বিস্ফোরক সেলিম
সেলিম মার্চেন্ট।
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 5:06 PM
Share

ইন্ডিয়ান আইডল বিতর্ক এখনও অব্যাহত। এ বার সে বিতর্কে মুখ খুললেন সুরকার তথা গায়ক সেলিম মার্চেন্ট। ‘ইন্ডিয়ান আইডল’, ‘দ্য ভয়েজ অব ইন্ডিয়া’র মতো রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব সামলেছেন সেলিম। তিনি স্পষ্ট জানালেন, নির্মাতাদের তরফে তাঁর কাছেও প্রতিযোগীদের যে কোনও মূল্যে ঢালাও প্রশংসা করার অনুরোধ এসেছিল।

সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে সেলিম বলেন, “আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু আমি কখনও নির্মাতাদের কথা শুনিনি। হয়তো এখন আমি আর বিচারকের আসনে বসি না, তার কারণ এটাই।”

সেলিমের এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই ফের গুঞ্জন শুরু হয়েছে নানা মহলে। সেলিম আরও বলেন, “আমি প্রতিযোগীদের প্রশংসা করতাম। কারণ খারাপটা নিয়ে কথা বলার থেকে যেটুকু ভাল, সেটুকু নিয়ে কথা বলা উচিত বলে মনে করি। তাহলে প্রতিযোগীরা আরও উন্নতি করতে পারবে। বহুবার পরিচালক নেগেটিভ কমেন্ট না করার জন্য বলেছেন। আমি কিন্তু প্রতিযোগীদের ভুল ধরিয়ে দিয়েছি, ভাল ভাবে বলেছি।”

কিছুদিন আগে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি পরে জানান, প্রতিযোগীদের পারফরম্যান্স ভাল না লাগলেও নির্মাতাদের নির্দেশ মতো প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। কারণ উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তিনি ওই শোয়ে হাজির ছিলেন। এর পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। সেই বিতর্কে এ বার নিজের মতামত দিলেন সেলিমও।

আরও পড়ুন, কবে থেকে দেখা যাবে অক্ষয়ের ওয়েব ডেবিউ ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’?