AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কবে থেকে দেখা যাবে অক্ষয়ের ওয়েব ডেবিউ ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’?

Akshaye Khanna: ২০০২ এ গুজরাতের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে জঙ্গি হানার ঘটনা ঘটে। তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি।

কবে থেকে দেখা যাবে অক্ষয়ের ওয়েব ডেবিউ ‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’?
ছবির পোস্টারে অক্ষয় খান্না। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 4:46 PM
Share

ওয়েবই নাকি ভবিষ্যৎ। এমনটাই মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। করোনা আতঙ্ক এবং লকডাউনে যখন সিনেমা হল বন্ধ, তখন ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মের নিত্যনতুন কনটেন্ট ফিল্ম বিজনেসকে অনেকটাই চাঙ্গা রেখেছে। তাই সনাতন ফিল্মি তারকারাও ওয়েবে কাজ করছেন। ওয়েব ডেবিউ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। ব্যতিক্রম নন অক্ষয় খান্নাও।

অক্ষয় নিজের ডিজিটাল ডেবিউয়ের জন্য তৈরি। Stage of Siege: Temple Attack ওয়েবে অক্ষয়ের প্রথম কাজ। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাবে এই ছবি। সদ্য মুক্তির দিন ঘোষণা হয়েছে সোশ্যাল ওয়ালে। ছবি পোস্টার শেয়ারের সঙ্গে সঙ্গেই জি ফাইভ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৯ জুলাই থেকে এই ছবি দেখা যাবে।

View this post on Instagram

A post shared by ZEE5 (@zee5)

২০০২ এ গুজরাতের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে জঙ্গি হানার ঘটনা ঘটে। তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। ওই ঘটনায় ৩০জনের প্রাণহানি হয়েছিল। ৮০জনের উপর আহত হয়েছিলেন। ন্যাশনাল সিকিওরিটি গার্ডের কমান্ডোরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। এই ছবিতে একজন স্পেশ্যাল টাস্ক ফোর্স অফিসারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। কেন ঘোষ পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়াও গৌতম রোডে, দিব্যাঙ্ক ত্রিপাঠির মতো শিল্পীরা অভিনয় করেছেন।

এই ছবির প্রসঙ্গে অক্ষয় বলেন, “কোনও রকম ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ না করেই এই পোশাক পরতে পেরেছি। একজন অভিনেতার পক্ষেই এই সুবিধে নেওয়া সম্ভব। আমি শুটিংয়ে সব সময় চেষ্টা করেছি, যে সুযোগ আমি পেয়েছি, তার যেন অপব্যবহার না হয়।”

‘স্টেট অফ সিজ়: টেম্পল অ্যাটাক’ প্রযোজনা করছে কন্টিলো পিকচার্স। প্রযোজক অভিমুন্য সিং জানিয়েছেন ‘স্টেট অফ সিজ : ২৬/১১’-এর সাফল্য তাঁদের এই সিরিজটা এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে।

আরও পড়ুন, এই খুদে একজন পরিচিত অভিনেতা, চিনতে পারছেন?