কোয়েলের ইনস্টাগ্রামে শেয়ার হবে আপনার ফিটনেস ভিডিয়ো, কী ভাবে?

Koel Mallick: নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা ‘কোয়েল কথা’ হ্যাশট্যাগ দিয়ে বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কোয়েল।

কোয়েলের ইনস্টাগ্রামে শেয়ার হবে আপনার ফিটনেস ভিডিয়ো, কী ভাবে?
কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 05, 2021 | 2:03 PM

মা হয়েছেন এক বছরের কিছু বেশি সময় আগে। সন্তানের জন্মের পর থেকেই ফের নিজস্ব রুটিনে ফেরার চেষ্টা করেছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিক। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই পেশার স্বার্থেই ফিট থাকতে হবে। এ বার শুধু নিজের ফিটনেস নয়, অনুরাগীদের ফিটনেসেরও পরোক্ষে দায়িত্ব নিলেন তিনি। কিন্তু কী ভাবে?

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ফিটনেস ভিডিয়ো শেয়ার করেছেন কোয়েল। ক্যাপশনে লিখেছেন, ‘লেটস গেট ফিট টুগেদার’। ‘স্টে ফিট উইথ কোয়েল’ হ্যাশট্যাগ দিয়ে সকলকে রিল শেয়ার করতে বলেছেন তিনি। পছন্দের কয়েকটা ইনস্টাগ্রামে আইজি স্টোরিতে শেয়ার করবেন। এমন সুযোগ মিস করা যায় না। আসলে সুস্থ থাকার লক্ষ্যেই, এই উদ্যোগ কোয়েল নিয়েছেন বলে মনে করছেন অনুরাগীরা। সুস্থ থাকার বার্তা তিনি এ ভাবেই পৌঁছে দিতে চান।

নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা ‘কোয়েল কথা’ হ্যাশট্যাগ দিয়ে বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কোয়েল। আসলে সোশ্যাল মিডিয়া এখন অনুরাগীদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই সে সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। কবীর এখন কোয়েলের জীবনে প্রায়োরিটি। ছেলেকে সামলে অনেক বেছে বেছে ছবি করছেন নায়িকা। আসলে মাতৃত্বের পর মেয়েদের জীবন অনেকটাই বদলে যায়, এ কথা ঠিক। কিন্তু নিজের আইডেনটিটি খুঁজে পাওয়ার জন্য চেনা রুটিনেই নতুন মায়েদের ফিরতে হবে। নিজের কাজের মাধ্যমে যেন এ বার্তাই দিচ্ছেন কোয়েল।

আরও পড়ুন, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রেম, সম্পর্ক নিয়ে ‘বৈতরণী’র আড্ডা, সামিল আপনিও