
বিহঙ্গী বিশ্বাস ও স্নেহা সেনগুপ্ত
মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে ডেবিউ করেছিলেন মিঠুন চক্রবর্তী। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর। ৪৭ বছর পর ফের একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন মিঠুন-মমতা। সেই ছবির নাম ‘প্রজাপতি’। মিঠুনের ছেলের চরিত্রে অভিনয় করেছেন দেব। বৃহস্পতিবার (২৭.১০.২০২২) ছিল প্রজাপতি ছবির পোস্টার লঞ্চ। পোস্টারেই প্রকাশ পাচ্ছে যে, সেটি বাবা ও ছেলের সম্পর্ক। ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল TV9 বাংলা।
গোটাটাই একটি পারিবারিক ছবি। প্রজাপতির মতোই পরিবারের নানা রং ফুটে উঠেছে এই ছবিতে। অভিনেতা দেব বলেছেন, “আমি নিজে খুব রিলেট করতে পেরেছি। কারণ, আমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক একই রকম। আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। এখানেও যে বাবা-ছেলের কথা বলা হয়েছে, তারাও মধ্যবিত্ত পরিবারের। তাদের মধ্যে যে ভালবাসা, আদর, সম্পর্কের সমীকরণ থাকে, সেটাই ‘প্রজাপতি’র মূল উপজীব্য।”
রিয়্যালিটি শোয়ে মিঠুনের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন দেব। কিন্তু সিনেমার পর্দায় এটাই তাঁদের প্রথম। মহাগুরুর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা সম্পর্কে দেব বলেছেন, “মিঠুনদার সঙ্গে কাজ করা অন্য রকম অভিজ্ঞতা আমার কাছে। বেনারসে একটা লম্বা সময় শুটিং করেছি আমরা। সেটাও একটা অনন্য অভিজ্ঞতা। আমার মনে হয়েছে, কোনও বাংলা ছবিতেই বেনারসকে এভাবে এক্সপ্লোর করা হয়নি।”
ছবিতে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাঁকে নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা যায় দেবের কণ্ঠে। তিনি বলেছেন, “শ্বেতা ভাল কাজ করেছে ছবিতে। আমি আগেও ইশাকে (পড়ুন ইশা সাহা) নিয়ে কাজ করেছি। নতুনদের সুযোগ দিতে চাই। তাঁদের সঙ্গে কাজ করতেও আমি আগ্রহী।”
এই বছরটা দেবের জন্য খুবই ভাল। তাঁর অভিনীত ‘টনিক’ হিট করেছে। প্রযোজিত ও অভিনীত ‘কাছের মানুষ’ও মন্দ পারফর্ম করেনি বক্স অফিসে। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি’। দেবের বিশ্বাস, এই ছবিও দর্শকের ভাল লাগবে।
‘প্রজাপতি’র পোস্টার লঞ্চে আসতে পারেনি মিঠুন চক্রবর্তী। কারণ হিসেবে দেব মজার ছলেই জানিয়েছেন, তাঁর কাছে বিজ়নেস ক্লাসের টিকিট ছিল না বলে, তাই মিঠুনকে মুম্বই থেকে আনতে পারেননি দেব। মজা করেই বলেছেন, “আমাদের ছবির বাজেট কম।”
এদিন পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্করও। জানিয়েছেন, ‘মৃগয়া’ ছবির শুটিংয়ের নানা স্মৃতির উল্লেখ চলে এসেছিল ‘প্রজাপতি’র শুটিংয়ের সময়। গোটা শুটিংয়েই জিয়া নস্ট্যাল ছিল তারকাদের।