সপরিবারে কোন অনুষ্ঠান সেলিব্রেট করলেন কনীনিকা?

পারিবারিক ছবি পোস্ট করার পরই কনীনিকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

সপরিবারে কোন অনুষ্ঠান সেলিব্রেট করলেন কনীনিকা?
সপরিবারে কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Dec 03, 2020 | 3:55 PM

সপরিবার কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। টেবিলে কেক। চেয়ারে বসে কেক কাটছেন তাঁর মা। পাশে বসে রয়েছেন অভিনেত্রী। পিছনে দাঁড়িয়ে বাবা, কাকা, স্বামী এবং পুত্র। কনীনিকার স্বামী সুরজিতের কোলে কন্যা কিয়া। এমন পারিবারিক ছবি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কিন্তু অনুষ্ঠানটি কী?

প্রশ্ন করতেই ফোনের ওপার থেকে হেসে কনীনিকা বললেন, “আসলে মা-বাবার ৪২তম বিবাহবার্ষিকী ছিল ২৬ নভেম্বর। সেদিন আমরা সকলে নভোটেলে গিয়েছিলাম। সারাদিন ছিলাম সকলে একসঙ্গে। ভাল কেটেছিল দিনটা। আমি ছবিটা কয়েকদিন পরে দিলাম।”

আরও পড়ুন, ‘হারানো সুর’-এ রণজয়ের ক্লাসিক্যাল এবং কন্টোম্পোরারি মিউজিকের মেলবন্ধন

ছবির ক্যাপশনে ‘স্ট্রেন্থ’ হিসেবে সুরজিতকে ট্যাগ করেছেন কনীনিকা। নিঃসন্দেহে সুরজিৎ তাঁর শক্তি, ভরসার জায়গা। একই সঙ্গে বাবা-মায়ের কথাও বললেন তিনি। তাঁরা না থাকলে আজ কনীনিকা হওয়া হত না তাঁর। বিশেষ করে বললেন কাকার কথা। “কাকাকে আমি তুই করে কথা বলি। বাবার থেকেও কাকা আমাকে বেশি বোঝে। আসলে কিছু বললে রিলেট করতে পারে”, শেয়ার করলেন তিনি। বিবাহবার্ষিকীতে এখনও বাবা-মাকে কোনও উপহার দেওয়া হয়নি তাঁর। তবে এই দুঃসময়ে সকলে একসঙ্গে সময় কাটানোই উপহার বলে মনে করেন তিনি।

আপাতত কনীনিকার প্রায়োরিটি কিয়া। মেয়েকে নিয়েই সময় কাটছে তাঁর। মেয়ের বড় হওয়ার কোনও মুহর্ত মিস করতে চান না তিনি। নিজেই সব দেখভাল করেন। একইসঙ্গে অনলাইনে অভিনয়ের ক্লাস অর্থাৎ অ্যাক্টিং ওয়ার্কশপ করানো শুরু করেছেন। অতিমারির আবহে শারীরিক ভাবে ক্লাস করানো সম্ভব হচ্ছে না বলেই অনলাইন ব্যবস্থা। বেশ কয়েকটা ক্লাস করিয়েছেন। ভাল সাড়া পেয়েছেন বলে দাবি করলেন অভিনেত্রী। ভবিষ্যৎ প্রজন্মকে হাতে ধরে তৈরি করার মধ্যে নতুন চ্যালেঞ্জ রয়েছে। নতুন এই কাজে নিজেও সমৃদ্ধ হচ্ছেন বলে জানালেন কনীনিকা।

আরও পড়ুন, হৃতিকের পাশে বসে রয়েছেন এক স্টার কিড, চিনতে পারছেন?