অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত, একে অন্যের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। সুযোগ পেলেই খানিকটা সময় হাতে নিয়ে একে অন্যের সঙ্গে বেরিয়ে পড়েন বেড়াতে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। ফলে সেই সকল ছবি এবারও করলেন শেয়ার। কয়েকদিন ধরেই কৌশানীর সোশ্যাল মিডিয়ায় তাই ভক্তদের ভিড়। ভিড় জমাচ্ছেন নিন্দুকেরাও। কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বনি সেনগুপ্তের ইডির দফতরে ডাক পড়ার পর থেকেই শুরু নানা জল্পনা। যদিও অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনওভাবে কোনও তথ্য গোপন করছেন না। তাঁর থেকে যা যা তথ্য চাওয়া হয়েছে সবটাই তিনি জানিয়ে দিয়েছেন।
তবে নেটদুনিয়া তা মেনে নিতে নারাজ। তাই মাঝে মধ্যে তাঁদের কোনও পোস্ট দেখলেই রে রে করে উঠতে দেখা যায় নেটদুনিয়াকে। উঠে আসে সেই একই প্রসঙ্গ। অর্থ তছরূপকে কেন্দ্র করে সমালোচিত হতে হয় তাঁদের। যদিও এই বিষয়ের সঙ্গে কোনওভাবেই জড়িত ছিলেন না কৌশানী মুখোপাধ্যায়। তবুও কখনও তাঁকে শুনতে হয়, ‘চুরির টাকায় মলদ্বীপে গিয়ে নাচ’। কেউ আবার লিখে যান, ডান্সটা আরও পারফেক্ট হত ভাল মতন রিহার্সাল করলে। এগুলো চোখে পড়লেও তা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে এবার ছবি পোস্ট করে আগেভাগেই নিজের মন্তব্য স্পষ্ট করে দিলেন কৌশানী মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘আমি আমার ভাল-খারাপ সম্পর্কে অবগত, এটা আমার জীবন, অন্য কারও মাথা ব্যথার কোনও কারণ নেই।’ ফলে যে যাই বলুক, তাতে যে তাঁর খুব একটা কিছু যায় আসে না তা তিনি স্পষ্ট করে দিলেন সকলের সামনেই। যদিও নেটিজেনরা থামলেন না। আবারও বডি শেমিং, আবারও ট্রোলিং।