অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত, একে অন্যের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। সুযোগ পেলেই খানিকটা সময় হাতে নিয়ে বেরিয়ে পড়েন বেড়াতে। সম্প্রতি ঘুরতে গেলেন এই জুটি। তবে কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় বনি কৌশানী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করে থাকেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না। পাহাড় কোলের সুন্দর একটি রিসর্ট থেকে ডান্স ভিডিয়ো শেয়ার করলেন তিনি। ‘টাইগার থ্রি’ ছবির গানের সঙ্গে পা মেলানে কৌশানী। সেই ভিডিয়ো শেয়ার করতেই সেই একই ধাঁচে ধেয়ে এল কটাক্ষের ঝড়। ইডির দফতর থেকে ডাক পাওয়ার পর থেকেই বনিকে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়।
যদিও তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনওভাবে কোনও তথ্য গোপন করছেন না। তাঁর থেকে যা যা তথ্য চাওয়া হয়েছে সবটাই তিনি জানিয়ে দিয়েছেন। তবে নেটদুনিয়া তা মেনে নিতে নারাজ। তাই মাঝে মধ্যে তাঁদের কোনও পোস্ট দেখলেই রে রে করে উঠতে দেখা যায় নেটদুনিয়াকে। উঠে আসে সেই একই প্রসঙ্গ। অর্থ তচ্ছরূপকে কেন্দ্র করে সমালোচিত হতে হয় তাঁদের। যদিও এই বিষয়ের সঙ্গে কোনওভাবেই জড়িত ছিলেন না কৌশানী মুখোপাধ্যায়। তবুও বনির সঙ্গে সম্পর্কে থাকার কারণেই তাঁকেও ছেড়ে কথা বললেন না নেটপাড়া।
তাই এবার শুনতে হল, ‘চুরির টাকায় মলদ্বীপে গিয়ে নাচ’। কেউ আবার লিখলেন, ডান্সটা আরও পারফেক্ট হত ভাল মতন রিয়্যাসেল করলে। কেউ লিখলেন, ‘এখনকার উঠতি নায়ক নায়িকাদের এটাই সমস্যা যে একটু কিছুতেই এরা নিজেকে বেশি হাইলাইট করে তোলে তাই জন্য এরা বেশিদিন টিকতে পারে না ইন্ডাস্ট্রিতে।’ যদিও কটাক্ষই যেন এখন ট্রেন্ড। ট্রোলের মুখোমুখি হন না, এমন সেলেব বোধহয় কেউ-ই নেই। কেউ তাতে গুরুত্ব দেন, কেউ আবার তা এড়িয়ে যান। কৌশানীও এই বিষয়টা এড়িয়ে যেতেই বেশি পছন্দ করেন।