Koushani Mukherjee: কুন্তলের ঘনিষ্ঠ নই, বনির সমস্ত সিদ্ধান্তের দায়িত্ব ওর নিজের: কৌশানী

Bonny-Koushani: শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলবও করা হয় অভিনেতাকে। হাজিরাও দেন বনি। সাধারণত বনি ও তাঁর প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় এক সঙ্গেই জুটি বেঁধে ছবি করেন।

Koushani Mukherjee: কুন্তলের ঘনিষ্ঠ নই, বনির সমস্ত সিদ্ধান্তের দায়িত্ব ওর নিজের: কৌশানী
কৌশানী কি চিনতেন কুন্তলকে?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 8:45 PM

নিয়োগ দুর্নীতিতে এবার টলিউড যোগ। কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের। অভিযোগ, কুন্তলের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হয়েছে বেশ কয়েক বার। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলবও করা হয় অভিনেতাকে। হাজিরাও দেন বনি। সাধারণত বনি ও তাঁর প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় এক সঙ্গেই জুটি বেঁধে ছবি করেন। কৌশানী কি চিনতেন কুন্তলকে? এখনও পর্যন্ত ইডির তরফে ডাক না পেলেও তাঁর সঙ্গেও কি হয়েছে লেনদেন? টিভিনাইন বাংলায় মুখ খুললেন তিনি। কৌশানীর দাবি, কুন্তলকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। তাঁর কথায়, “আমি ওঁকে বনির মাধ্যমে চিনেছি। একটা ইভেন্ট করেছি। ব্যস। ফিনিশ। আমি কুন্তলের সঙ্গে কোনও ঘনিষ্ঠ সম্পর্কে নেই যে ওঁর সম্বন্ধে জানতে যাব।” বনির বিরুদ্ধে অভিযোগ কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে তাঁর। ওই টাকা দিয়েই নাকি বনি কিনেছেন বিলাসবহুল এক গাড়ি। এ নিয়ে কৌশানীর বক্তব্য, “পেশাগত ভাবে বনির কার সঙ্গে ডিল করছে, ওর কার সঙ্গে কী সম্পর্ক সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত আমার নিজের। ওর সিদ্ধান্তের দায়িত্ব ওর নিজের। বনি অ্যাডভান্স চেয়েছে না কী হয়েছে সেটা তো বনির ব্যক্তিগত ব্যাপার।” কৌশানীর বক্তব্য, বনিকে তিনি চেনেন ২০১৫ সালে থেকে। আর কুনালের সঙ্গে বনির লেনদেন হয়েছে ২০১৭ সালে। সম্পর্কে দেড় বছরে বনি ঠিক কী কী করছেন, কার সঙ্গে মিশছেন, সেই অধিকার তাঁর ছিল না। তিনি বলেন, “এখন যদিও আছে। তখন ছিল না”।

অন্যদিকে এ দিন ইডি অফিস থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি সাফ জানান, তাঁর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। কুন্তলের কার্যকলাপের ব্য়াপারে কিছু জানতেন না বলেও দাবি করেছেন তিনি। বনি উল্লেখ করেছেন, সিনেমায় কাজ করার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন কুন্তল, তবে সেই সিনেমা হয়নি। বদলে একাধিক ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। লেনদেন প্রসঙ্গে বনি সেনগুপ্ত জানান, ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। কিন্তু সিনেমা করার জন্য কোনও চুক্তি হয়নি তাঁদের মধ্যে। ব্যক্তিগত সম্পর্কের কারণেই নাকি চুক্তির কথা ভাবেননি কেউ। অভিনেতা এও জানান, তাঁকে নগদে টাকা দিতে চেয়েছিলেন কুন্তল ঘোষ। কিন্তু গাড়ি কেনার পরিকল্পনা ছিল বলে সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টে টাকা দিতে বলেছিলেন তিনি।

এত ভাল সম্পর্ক কীভাবে? বনি জানিয়েছেন, একটি ইভেন্টে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল কুন্তলের। পরে তাঁকে নিজের ও সন্তানদের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণও করেছিলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। আপাতত ইডিকে ২০০ শতাংশ সহযোগিতা করবেন বলে দাবি করেছেন বনি। সব শেষে তিনি বলেন, এরপর থেকে অনেক বেশি অ্যালার্ট থাকব।