Koushani Mukherjee: ‘আমি কিন্তু হিরোইনদের মধ্যে…’, বয়স নিয়ে হঠাৎ কী বললেন কৌশানী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 09, 2023 | 7:22 PM

Koushani Mukherjee: কৌশানী মুখোপাধ্যায়-- টলিপাড়ার পরিচিত মুখ। বেশ কিছু ছবির হিরোইন তিনি। এবার বয়স নিয়েই এক মন্তব্য করে বসলেন তিনি। এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কৌশানী।

Koushani Mukherjee: আমি কিন্তু হিরোইনদের মধ্যে..., বয়স নিয়ে হঠাৎ কী বললেন কৌশানী?
কৌশানী মুখোপাধ্যায়।

Follow Us

 

কৌশানী মুখোপাধ্যায়– টলিপাড়ার পরিচিত মুখ। বেশ কিছু ছবির হিরোইন তিনি। এবার বয়স নিয়েই এক মন্তব্য করে বসলেন তিনি। এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কৌশানী। সেকাহ্নেই এক মহিলা তাঁকে আচমকাই প্রণাম করতে যান। আর তখনই ঘটে যায় সেই ঘটনা। খানিক অপ্রস্ততে পড়ে যান তিনি। প্রণামে বাধা দিয়ে ওই মহিলার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আমি কিন্তু এখনও হিরোইনদের মধ্যে… মানে এখনও এত বয়স হয়নি আমার। আমি এখনও আমার ৩০-এ গোড়ার দিকে।” ভিডিয়ো বলছে, বয়সে বড় হওয়ার কারণেই ওই ভদ্রমহিলার থেকে প্রণাম নিতে অস্বীকার তাঁর। কৌশানীর বয়স কত? উইকিপিডিয়া জানাচ্ছে ১৯৯২ সালের ১৭ মে জন্ম নেন কৌশানী। তাঁর বয়স ৩১ বছর। সামনেই মুক্তি পাবে তাঁর সিরিজ ‘আবার প্রলয়’। যে সিরিজ পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। কৌশানী সুন্দরী, নাচেও পারদর্শী, তবে তাঁকে নিয়ে রটনা তিনি ইন্ডাস্ট্রির পাপেট, অর্থাৎ তিনি অভিনয়টা ঠিক পারেন না। এ নিয়ে টিভিনাইন বাংলা তাঁকে সরাসরি প্রশ্ন করায় তিনি মুখ খুলেছিলেন।

কৌশানী বলেন, “আমি সুপারহনেস্ট। আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আমার থেকে সৎ কেউ আছে বলে। খারাপ লাগে, যখন এই সব তকমা আসে। দুর্ভাগ্যজনক এই যে, বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও এই ব্যাপারটা রয়েছে যে, ও যদি কমার্শিয়াল ছবি করে, তবে ওকে এই রকমেরই চরিত্রই দিতে হবে। তুমি যদি সুযোগ না দাও, বিশ্বাস না করো, তাহলে কীভাবে আমায় জাজ করছ তুমি? যারা বলে কৌশানী অভিনয় পারে না, সেই সব পরিচালকের কাছে পাল্টা বলতে চাই, তোমরা কৌশানীকে সুযোগ দাওনি অভিনয়ের জন্য। সুযোগ না দিলে তুমি বলার কেউ নয় যে আমি অভিনয় পারি কিনা, তাহলে তুমিও পরিচালনা করতে পার কিনা সেটাও সন্দেহের।” আগামী ১১ অগস্ট জি-ফাইভে মুক্তি পাবে কৌশানীর এই সিরিজটি। সিরিজে তাঁর চরিত্রটি ডি-গ্ল্যাম। সেই চরিত্র তিনি কীভাবে ফুটিয়ে তুলেছেন এখন সেটাই দেখার।

Next Article