৮০-৯০-য়ের দশকের রাজা ছিলেন তিনি। এক দিনে সবচেয়ে বেশি গান গাওয়ার রেকর্ড রয়েছে তাঁর হাতে। তিনি অর্থাৎ কুমার শানু। ইদানিং গানের সংখ্যা কমেছে তাঁর। তিনি যে ধারার গান গাইতেন কমেছে সেই ধারার সংখ্যাও। কাজ কমে যাওয়ায় আক্ষেপ হয় তাঁর? সাক্ষাৎকারে মুখ খুললেন কুমার শানু। একই সঙ্গে মুখ খুললেন আজকালকার গায়কদের নিয়ে। শানু মনে করেন এখন সবাই একই ভাবে গান গেয়ে থাকেন। তাই অনেক শিল্পী এলেও আলাদা করে কাউকে চেনার উপায় নেই।
শানুর কথায়, “জীবনে সাফল্য, ওঠা পড়া সকলেরই আসে। আমি ব্যক্তিগত জীবনে যদিও মনে করি না আমি খুব একটা অসফলতা দেখেছি। আজ যদিও অল্প গান মেলে আমার, তবু রেডিয়ো অন করলেও আমি আজও আমার গান শুনতে পাই। প্রতিটি জায়গাতেই আমার গান শুনতে পাই। আমার মনে হয় পরিবর্তন সব জায়গাতেই হয়েছে। সেটাকে মেনে নিতে হয়।” তিনি যোগ করেন, “যখন জীবনে এত কিছু পেয়েছি তখন অভিযোগ জানিয়ে কী লাভ? আমি ভীষণ পজেটিভ একজন মানুষ। আমি হাসিমুখে বাঁচতে চাই।”
৪০ বছরের কেরিয়ারে এত হিট এমনি এমনি আসেনি তাঁর। অনেক ওঠাপড়া দেখেছেন তিনি। দেখেছেন অনেক গায়কের আসা-যাওয়াও। এখনকার গায়কদের নিয়েও তাঁর সাফ বক্তব্য, “আজকাল অনেক গায়ক। তবে খারাপ লাগে সবাই একই ভাবে গান গায়। তাই দিনের শেষে কে গাইছে তা বোঝা যায় না। অবশ্য তাঁদেরকে দোষ দেওয়াও যায় না, কারণ, কম্পোজিশন ও তাঁদের কাজের ধারা একই রকমের । সবাই গুণী, কিন্তু কোনও নিজস্বতা নেই।