দেখতে দেখতে দুই বছর পার। ঝড়ের গতিতে যেন দিন থেকে বছর যেন পলকে চলে যাচ্ছে। আজও মনে হয়, এই কয়েকদিন আগের কথা, অভিনেতা রমরমিয়ে কাজ করছেন টলিপাড়ায়। ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিকের অন্যতম চরিত্র। ৩০ এপ্রিল তাঁর জন্মদিন। প্রতিবছর এই দিনটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করতেন। তাঁর প্রয়াণের পরও সেলিব্রেশনে কোনও খামতি থাকল না। অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও তাঁর কন্যা ডল এবছর বিশেষভাবে পালন করলেন অভিষেকের জন্মদিন। একটি স্কুলে সকাল সকাল পৌঁছে দিলেন উপহার। সঙ্গে আয়োজন করলেন ৫০ শিশুর জন্য খাবারও। কৃতজ্ঞতা স্বীকার করে সেই স্কুলের তরফ থেকে একটি চিঠি শেয়ার করা হয়। সামনে আসে বেশ কিছু ছবিও।
এখানেই শেষ নয়, এদিন সন্ধ্যেবেলা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে কেক কেটে বাবার জন্মদিন পালন করলেন। নিজেই হাসি মুখে খেলেন সেই কেক। এখানেই শেষ নয়, মাকেও দিলেন ভাগ। অভিষেকের ছবি কোলে নিয়ে বসে থাকা ডলকে দেখে আবেগে ভাসল নেটদুনিয়া।
বাবার মতো সাইনাও অভিনয় করতে চায়। মেয়ে বড় অভিনেত্রী হবে, অভিষেকও তাই চাইতেন। সাইনা আগেই TV9 বাংলাকে বলেছে, “আমি অভিনয় করতে পারি। আমি অভিনেত্রী হতে চাই। কিন্তু আমার কাছে এখনও কোনও সুযোগ আসেনি।” বাবার মতো মেয়েও অভিনয় করতে চায়, এই প্রসঙ্গে অভিষেকের স্ত্রী সংযুক্তা বলেছিলেন, “ডলের অভিনয় করারই ইচ্ছে। অভিষেকও তা-ই চাইত। আমি মনে করি, ডল যা চায়, তা-ই যেন হয়। তবে ছোটবেলা থেকেই মেয়ের অভিনয়ের উপরই ন্যাক।”
অভিষেক চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে। নিত্যনতুন পোস্টও মেলে সেখান থেকে। জন্মদিনের যাবতীয় সেলিব্রেশনের ছবি থেকে ভিডিয়ো, সেখান থেকেই হল ভাইরাল।