Madhumita-Madan: এক গাড়িতে মদনের হাতে হাত মধুমিতার, ছবি এল সামনে
Madhumita-Madan: দামি গাড়ি, সেই গাড়িতে চালকের আসনে মধুমিতা সরকার ও অন্যদিকে চালকের আসনে বসে রয়েছেন মদন মিত্র। দু'জনের হাত ছুঁয়ে রেখেছে অপরজনের হাত।

দামি গাড়ি, সেই গাড়িতে চালকের আসনে মধুমিতা সরকার ও অন্যদিকে চালকের আসনে বসে রয়েছেন মদন মিত্র। দু’জনের হাত ছুঁয়ে রেখেছে অপরজনের হাত। এমনই এক ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। কোথায় তোলা হয়েছে ছবিটি? একসঙ্গে কোথাই বা গিয়েছিলেন তাঁরা? গাড়িটি মধুমিতার। কিছু দিন আগেই ওই গাড়ি কিনেছেন তিনি। এক অনুষ্ঠানেই দেখা দু’জনের। আর অনুষ্ঠান শেষে পোজ দিয়ে ছবি তোলা, হাজার হোক তিনি মদন মিত্র, ‘কালারফুল বয়’ বলে কথা! ছবি দেখে নেটিজেনদের তরফে ভেসে এসেছেন মজার মন্তব্য। একজন লিখেছেন, “আঙ্কল চিপস”। অন্যজন লিখেছেন, “ওহ লাভলি”। গত বছর পুজোর সময় মদন মিত্রের সঙ্গে ছবি দিয়ে ট্রোল্ড হয়েছিলেন মধুরিমা। ভেসে এসেছিল অনেক কুমন্তব্য। সে সময় অবশ্য ট্রোলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নায়িকা। জানিয়েছিলেন, কামারহাটির এক পূজা মন্ডপ উদ্বোধন করতে গিয়েই এই ছবি তোলা।
মধুমিতা এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। জীবন বাধা নিয়মমাফিক ছকে। দক্ষিণী ছবিতে কাজ করছেন। নতুন জায়গা। নতুন ভাষা। নতুন শিডিউল। ইতিমধ্যেই খাপ খাইয়ে নিয়েছেন তিনি। জানালেন শুটের ব্যাপারে এখনই টুঁ শব্দটি করা বারণ, তবে গোটা টিমের পরিশ্রম দেখে তিনি অবাক। তাকেও করতে হচ্ছে দ্বিগুণ পরিশ্রম। আর প্রেমের? তার কী খবর? গত বছর মধুমিতা আর সৌরভ দাসকে নিয়ে চলেছিল জোর আলোচনা। একসঙ্গে তাঁদের পাহাড় ভ্রমণের এক ছবিও ভাইরাল হয়। চলে জোর শোরগোল। তবে সৌরভ বা মধুমিতা কেউই প্রেমের কথা স্বীকার করেননি। সামনেই আসছে তাঁর ছবি ‘চিনি ২’। সব মিলিয়ে দারুণ ব্যস্ত তিনি।
View this post on Instagram





