‘রঙিন মানুষ মদন’, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীই এই তকমা দিয়েছিলেন। ফলে তাঁকে নিয়ে চর্চা সর্বত্র, কখনও রাতপার্টিতে সেলফি, কখনও আবার নাচে গানে হুল্লোর, মদন মিত্র মানেই এখন বিনোদন। সেই সেলেব এবার আর অ্যালবাম কিংবা রাতপার্টিতেই আবদ্ধ থাকলেন না, বরং সামনে এল তাঁর প্রথম ছবির লুক। এবার মদন মিত্র বড়পর্দায়। পাকাপাকিভাবে অভিনয় জগতে জায়গা করে নিলেন তিনি। প্রকাশ পেল সন্দীপ সাথী প্রযোজিত, সাথী ফিল্মস নিবেদিত হরনাথ চক্রবর্তীর আসন্ন ছবির চরিত্রদের লুক। তবে ছবির নাম কি? যদি চরিত্র হয় মদন মিত্র, তবে ছবির নাম ‘ওহ্! লাভলি’ হলে খুব ভুল হবে কি? একেবারেই নয়।
ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন ঋক, রাজনন্দিনী পাল, মদন মিত্র, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ। এক বিয়েকে কেন্দ্র করে ছবির দুই চরিত্র নিধি আর সন্তুর জীবনে ঘটে যায় অদ্ভুত পালাবদল। ফ্যামিলি ড্রামা, রোম্যান্স, আর লার্জার দ্যান লাইফ স্টোরি টেলিং-এর মোড়কে এমনই এক টুইস্ট – এ ভরা গল্প বলবেন হরনাথ চক্রবর্তী।
তবে চরিত্র হিসেবে কেন মদন মিত্রকেই বেছে নেওয়া? পরিচালক হরনাথ চক্রবর্তীর কথায়, ” ছবিতে সোশ্যাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথম বার অভিনয় করতে দেখবে বাঙালি। অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন; ব্যক্তি হিসেবে তাঁর যে আমেজ, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যেতে চলেছে তাঁকে। যে রকম বাংলা ছবি সকলের পছন্দ, যে ছবি বিনোদনের মধ্যে দিয়ে মানুষকে নিখাদ গল্প শোনাতে ভালবাসে, ‘ওহ্! লাভলি’ ঠিক তেমন একটা ছবি। আশা করি দর্শকদের এই ছবি ভালো লাগবে।”
অন্যদিকে এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে বেজায় খুশি মদন মিত্র। TV9 বাংলাকে জানালেন, ”অভিনয়-বিনোদন আমার ভালই লাগে। তাই প্রস্তাব গ্রহণ করেই ফেললাম। সত্যি বলতে আমি এই ছবিতে অভিনয় করে ভীষণ খুশি। এখন দেখি দর্শকেরা ছবি দেখে কী বলেন।” ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অগাস্ট।