Madhabi Mukherjee: এখনও হাসপাতালেই মাধবী, রাখা হচ্ছে কড়া পর্যবেক্ষণে

Madhabi Mukherjee: এখনও হাসপাতালেই রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁকে রাখা হয়েছে কড়া পর্যবেক্ষণে।

Madhabi Mukherjee: এখনও হাসপাতালেই মাধবী, রাখা হচ্ছে কড়া পর্যবেক্ষণে
এখনও হাসপাতালেই মাধবী, রাখা হচ্ছে কড়া পর্যবেক্ষণে

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 04, 2022 | 3:06 PM

 

এখনও হাসপাতালেই রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁকে রাখা হয়েছে কড়া পর্যবেক্ষণে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল। হয়েছে নানা পরীক্ষানিরীক্ষা। সাধারণ খাবারই খাচ্ছেন তিনি। এন্ডোস্কোপি রিপোর্টেও আপাতত দুশ্চিন্তা করার কারণ নেই। আয়রণ ইনজেকশনের মাধ্যমে তাঁর রক্তাল্পতা স্বাভাবিক করার চেষ্টা চলছে।  খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

যোগাযোগ করা হয়েছিল তাঁর মেয়ে মিমি ভট্টাচার্যের সঙ্গেও। মিমি বলেন, “মায়ের বয়সটা তো অনেক বেশি তাই অবজারভেশনে রাখছেন ডাক্তাররা। এ ছাড়াও সুগার একটু স্টেবল না হলে ছাড়বেন না তাঁরা। তবে শর্করা নিয়ন্ত্রণে এলেই ওঁরা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। খাওয়া দাওয়া এমনিতেই স্বাভাবিক আছে। ডায়েট ফুড দিচ্ছেন তাঁরা।” মিমি আরও জানান, হাসপাতাল থেকে যাতে কোনও সেকেন্ডারি ইনফেকশন না ছড়ায় সে জন্যই তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্র জানানো হয়েছে।

এর আগে টিভিনাইন বাংলাকে মিমি বলেছিলেন, “আমি আসলে একটু আগে থেকেই ভর্তি করি মা’কে সবসময়। প্যারামিটারগুলো সবসময় মেপে রাখি। যে মুহূর্তে মা বলল শরীর ভাল লাগছে না, আমি ডাক্তারকে জানাই, আর ডাক্তারও সঙ্গে সঙ্গে মা’কে হাসপাতালে ভর্তি করতে বলে। আমিও আর দেরি করিনি।”

করোনা কালে শুটিং থেকে বিরতি নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু মাস খানেক আগে আবারও শুটিং ফ্লোরে দেখা গিয়েছিল তাঁকে। পরিচালক প্রমিতা ভৌমিকের ‘প্রবাহ’ নামক ছোট ছবিতে শুটিতে শুটিং করতে দেখা যায় তাঁকে। অভিনয় করতে দেখা গিয়েছিল ভাস্বর চট্টোপাধ্যায়ের এক মিউজিক ভিডিয়োতে। দ্রুত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন এমনটাই চাইছেন তাঁর অনুরাগীরা।