তখন ভরা লকডাউন। ছোট পর্দার পরিচিত মুখ তোড়া ওরফে মধুবনী গোস্বামী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সুখবরটা। জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। ৭ মাস ও ৯ মাসে শাশুড়ি মা নিজে আদর করে তাঁর সাধ দিয়েছিলেন তাঁর। এরপর কেটেছে অনেকগুলো দিন। ছেলের কেশব ও স্বামী রাজাকে নিয়ে সুখের সংসার তাঁর। তবে এরই মধ্যে আবারও নস্টালজিক অভিনেত্রী। ফিরে গেলেন সেই পুরনো দিনে। লকডাউনে সাধ খাওয়ার সেই ভিডিয়ো ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন আরও একবার।
কী রান্না হয়েছিল মধুবনীর সাধে? নানা ধরনের মাছ, মাছের মাথা, পায়েস, দই মিষ্টি… মেন্যুতে ছিল সব। শুধু কি তাই? লাল শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন নায়িকা। সাত মাসেও শাশুড়ি যত্ন করে সাধ দিয়েছিলেন মধুবনী। শাশুড়ি মা’কে ভালবেসে মামনি বলে ডাকেন তিনি। তাঁর হাতের রান্না খেয়ে আপ্লুত মধুবনী লিখেছিলেন, “আমার সাত মাসের সাধের ছবি, সঙ্গে আমার একমাত্র সাপোর্ট সিস্টেম, আমার শাশুড়ি মা, যাঁকে আমি ভালবেসে মামণি বলে ডাকি…।’
তাঁর সাধের পুরনো ভিডিয়ো দেখে ভাল লেগেছে নেটিজেনদেরও। তাঁদের রসিকতা, “দিদি কেশবের ভাই অথবা বোন আনুন, আবারও সাধ খেতে পারবেন আপনি।” কেশবকে নিয়েই এখন জীবন আবর্তিত হচ্ছে মধুবনী। ধারাবাহিকের কাজ প্রায় কমিয়ে দিচ্ছেন। স্বামী রাজা গোস্বামীর সঙ্গেও তাঁর বোঝাপড়া বেশ ভাল। নিজেদের ইউটিউব ভিডিয়ো খুলেছেন তাঁরা। সেখান থেকেও রোজগার মন্দ নয়, তা ছাড়াও নিজের পার্লার রয়েছে মধুবনীর। সব মিলিয়ে সুখের সংসার তাঁদের।