প্রেম হলেও, তা যেন মোটেও স্বস্তি দেয় না মধুমিতা সরকারকে। একের পর এক সমস্যা যেন লেগেই রয়েছে। পিছু ছাড়ে না অশান্তি। প্রেমের সাইড এফেক্টে জর্জরিত মধুমিতা এক কথায় নাজে হাল। সম্পর্কের কূল কিনারা যখন খুঁজে পাচ্ছেন না তিনি, তখনই সাহায্যের হাত বাড়ালেন অপরাজিতা আঢ্য। স্থির করলেন, তিনি হবেন মধুমিতার লাভগুরু, তবে তাঁর সম্পর্কের সমীকরণ ঠিক আছে তো? এমনই প্রশ্নে রেখে গেল ‘চিনি ২’ ছবির ট্রেলার। সদ্য মুক্তি পেয়েছে ‘চিনি ২’ ছবির ট্রেলার। যেখানে এবার আর মা-মেয়ের সম্পর্কের সমীকরণে দেখা যাবে না অপরাজিতা ও মধুমিতাকে। বরং একজন বাড়িওয়ালি অপরজন ভাড়াটে। মধুমিতা থাকতে আসেন অপরাজিতার বাড়িতে। সেখান থেকেই বাড়তে থাকে তাঁদের সম্পর্কের সমীকরণ।
ধীরে ধীরে কাছে আসতে শুরু করেন তাঁরা। মায়ের মমতা ও বন্ধুর স্পর্শ, সবটাই মধুমিতা পেতে থাকেন অপরাজিতার থেকে। বাড়ে গভীরতা, সেখান থেকেই মনের কোণে জমে থাকা কষ্টগুলো তাঁরা একে অপরের সঙ্গে ভাগ করে নিয়ে থাকেন। এভাবেই বাড়তে থাকে সম্পর্কের সমীকরণ। ধীরে ধীরে প্রকাশ্যে আসে অপরাজিতার মধ্যে থেকেও হারিয়ে যাওয়া মানুষটার মনের কথা। তাঁর স্বামীও খুঁজে বেড়াতে থাকে ডানপিঠে অপরাজিতাকে।
চিনি ২ ছবির গল্পকে এভাবেই বেঁধেছেন এবার মৈনাক ভৌমিক। তাঁর গল্প বলার বুনট নিয়ে কখনই কোনও প্রশ্ন তোলেননি দর্শকেরা। চিনি ছবি যেভাবে সকলের মনে জায়গা করে নিয়েছিল, এবার ঠিক তেমনইভাবে দর্শকদের নজর কাড়ল ছবির ট্রেলার। এখন দেখার ছবির গল্প নতুন করে কতটা দর্শক টানতে পারে। বর্তমানে একের পর এক ভাল ছবি তৈরি হচ্ছে টলিপাড়ায়। একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়। চিনি ২ ছবি মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। ছবির পরিচালক মৈনাক ভৌমিক কথায়, মিষ্টি ও চিনির আবেগ দর্শকদের মন স্পর্শ করবে।