Madhumita Sarcar: কুৎসিত মন্তব্যে জেরবার মধুমিতা, অচেনা ‘পাখি’কে দেখে কটাক্ষের বাণ!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 06, 2023 | 9:50 PM

Madhumita Sarcar: টলিপাড়ায় ট্রোলিং নতুন কিছু নয়। ছোট-পর্দা থেকে বড় পর্দা অভিনেত্রীরা কটাক্ষের শিকার হয়েই থাকেন। তা পাত্তা না দিয়ে এগিয়ে চলাই দস্তুর। কিন্তু তাই বলে এ হেন কুৎসিত সব মন্তব্য! মন্তব্যগুলি একদা টেলিভিশনের জনপ্রিয় মুখে মধুমিতা সরকারকে ঘিরে। একের পর এক নোংরা মন্তব্যের জোয়ার তাঁর এক ছবিকে কেন্দ্র করে।

Madhumita Sarcar: কুৎসিত মন্তব্যে জেরবার মধুমিতা, অচেনা পাখিকে দেখে কটাক্ষের বাণ!
মধুমিতা সরকার।

Follow Us

টলিপাড়ায় ট্রোলিং নতুন কিছু নয়। ছোট-পর্দা থেকে বড় পর্দা অভিনেত্রীরা কটাক্ষের শিকার হয়েই থাকেন। তা পাত্তা না দিয়ে এগিয়ে চলাই দস্তুর। কিন্তু তাই বলে এ হেন কুৎসিত সব মন্তব্য! মন্তব্যগুলি একদা টেলিভিশনের জনপ্রিয় মুখে মধুমিতা সরকারকে ঘিরে। একের পর এক নোংরা মন্তব্যের জোয়ার তাঁর এক ছবিকে কেন্দ্র করে। ছবিটি তুলেছেন টলিপাড়ার পরিচিত ছবিওয়ালা তথাগত ঘোষ, যিনি একদা ছিলেন প্রিয়াঙ্কা সরকারের ‘বিশেষ বন্ধু’। আধখোলা পোশাকে, সবজে বিকিনি– এভাবে মধুমিতাকে আগে দেখা গেলেও ভক্তরা এই বার যেন খানিক বেশিই সমালোচনায় মুখর। এসেছে নানা ধরনের মন্তব্য। লিখেছেন, “তোমার কাছ থেকে এ হেন ছবি আশা করিনি। একরাশ ধিক্কার।” এখানেই শেষ নয়, এসেছে নানা ধরনের যৌনইঙ্গিত পূর্ণ মন্তব্যও। প্রসঙ্গত, কিছু দিন ধরেই টলিপাড়ায় রটেছে মধুমিতা ব্রেস্ট সার্জারি করেছেন। বিকিনিতে তিনি ধরা দিতেই নেটিজেনদের একটা বড় অংশ নিয়ে এসেছে সেই প্রসঙ্গও।

এর আগে বাইরে ঘুরতে গিয়ে ‘মহাকাল’ লেখা পোশাক ঝর্ণার জল গায়ে মেখে ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল মধুমিতাকে। সেই ছবিতেও এসেছিল নানা কুমন্তব্য। সে বার প্রতিবাদ করেছিলেন তিনি। লিখেছিলেন, “যে বা যারা এই ভিডিয়োতে যৌনসুখ খুঁজে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে আমার কিছুই বলার নেই। কিন্তু কর্মফল থেকে সাবধান।” যদিও এবার তিনি নীরব। কোনও উত্তর দেন কিনা, এখন সেটাই দেখার।

Next Article
সাহিত্য থেকে সিনেমা, বাঙালির রহস্যপ্রীতির কারণ সম্পর্কে টলিপাড়ার বিশিষ্টরা যা বলছেন…
Raj-Subhashree: ‘বর এমনই হওয়া উচিৎ’, অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ রাজের