চারিদিকে সবুজ-ঘেরা পাহাড়। ঝর্ণার জল পাথর বেয়ে দূর্বার গতিতে নেমে আসছে… সেই জলই গায়ে মাখছেন মধুমিতা সরকার। গায়ে পরেছেন ‘মহাকাল’ লেখা এক পোশাক। এমনই এক ভিডিয়ো পোস্ট করেছিলেন নায়িকা। কিন্তু সেই ভিডিয়োর কমেন্ট বক্সে এমন সব নেতিবাচক মন্তব্য ভেসে এল যে, রেগে গেলেন তিনি। কড়া ভাষায় জবাব দিলেন ট্রোলারদের। যে বা যারা নোংরা মন্তব্য করেছেন তাঁদের উদ্দেশে মধুমিতা লেখেন, “যে বা যারা এই ভিডিয়োতে যৌনসুখ খুঁজে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে আমার কিছুই বলার নেই। কিন্তু কর্মফল থেকে সাবধান।”
এখানেই শেষ নয়। এক নেটিজেন লেখেন, “নীচে নেমে ডুব দিতে হবে।” তাঁকেও উত্তরে মধুমিতা লেখেন, “হয়ে গেছে সেটা। একা ঘুরতে গিয়েছি তো। সব কিছুই একটা ফ্রেমে ধরা যায় না।” প্রতিবাদ করেছিলেন ঠিকই, তবে বেশিক্ষণ সেই প্রতিবাদ স্থায়ী হল না। এর পরেই বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল তাঁকে। ট্রোলারদের উদ্দেশে যা লিখেছিলেন তা এডিট করে ওই পোস্টের মন্তব্য বাক্সই বন্ধ করে দিলেন তিনি। এতে অবশ্য রেগে গিয়েছেন তাঁর অনুরাগীদের একটা বড় অংশ। প্রতিবাদ করেও কেন চুপ? প্রশ্ন তুলেছেন তাঁরা। তবে অনেকেরই মতে, ঝামেলা চান না বলেই হয়তো এ হেন সিদ্ধান্ত তাঁর।
প্রসঙ্গত, সেলেবকুলকে ট্রোল করা নতুন নয়। অনেকেই এড়িয়ে যান, অনেকেই ট্রোলিংকে পাত্তা দিতে চান না। এ ক্ষেত্রে মধুমিতা হয়তো দ্বিতীয় অপশনটিকেই বেছে নিলেন। এভাবেই জানালেন প্রতিবাদ।