একটা জবাব। মোক্ষম জবাব। কাজ বন্ধ হয়ে যাওয়ার এক দুঃসহ কাহিনী। যন্ত্রণা, কষ্ট– কিন্তু কাজ থামিয়ে দেওয়া নয়। চার বছরের অপমানের জবাব অবশেষে দিলেন মানসী সিনহা। গল্প বললেন এক ‘বুড়ো বুড়ি দম্পতির’। যারা ভালবাসায় থাকেন, প্রেমে থাকেন। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। আর এই ছবির মধ্যে দিয়েই প্রথম বার পরিচালনায় তিনি।
ছবি আটকে থাকার এক দুঃসহ কাহিনী। অবশেষে আবারও কাজ শুরু। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। মুখ্য চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। কী নিয়ে ছবি? আর কেনই বা লড়াই? কীসের অপমান। টিভিনাইন বাংলাকে মানসী বলেন, “মানুষ যে মুহূর্তে মনে করে এই মুহূর্তে আমার জীবন শেষ, সেই মুহূর্তে দুটি মানুষের দেখা হয় এবং নতুন করে বাঁচতে চান তাঁরা। এই বয়সেই যে নতুন ভাবে বাঁচা যায়, ভালবাসা যায়… সেই নিয়েই ছবি।” ছবির নায়ক নায়িকা শাশ্বত ও অপরাজিতা।
২০১৮ সালে এই ছবির প্রথম শুটিং হয়। এর পর প্রযোজকের সঙ্গে বিতন্ডার খবরও শোনা যায়… মাঝপথে হাত ছাড়েন প্রযোজক। ছবি বন্ধ হয়ে যায়। কিন্তু পরিচালক হার মানেননি। ঠিক যেমন হার মানেননি তাঁর টিমও। অবশেষে সব কিছুর অবসান। নতুন প্রযোজকের সঙ্গে আবারও নতুন উদ্যমে শুরু হবে দুই বুড়ো বুড়ির প্রেমের আখ্যানের। যে আখ্যানে বয়সানুপাতে অপরাজিতাকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। চমক থাকবে আরও। দক্ষ অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রি তাঁকে চেনে বহু বছর, এবার অপেক্ষা পরিচালক হিসেবে আত্মপ্রকাশের।