AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nusrat Jahan: ‘প্রথম এমন এমপি দেখলাম যে…’, নুসরতকে নিয়ে এ কী বললেন মিকা!

Nusrat Jahan: ২০২১ সালে পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন তিনি। এক ফ্রেমে তিনি যশ ও ঈশানকে দেখে চলেছিল নানা চর্চা।

Nusrat Jahan: 'প্রথম এমন এমপি দেখলাম যে...', নুসরতকে নিয়ে এ কী বললেন মিকা!
নুসরতকে নিয়ে এ কী বললেন মিকা!
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 10:45 AM
Share

বসিরহাটে পারফর্ম করতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী মিকা সিং। তাঁকে দেখতে হাজির ছিল গোটা বসিরহাট। বসিরহাট আর সেখানে থাকবেন না  সাংসদ নুসরত জাহান তা কী করে হয়? মিকাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তিনিও। শুধু কি হাজির? করলেন নাচ, শিখলেন স্টেপ। সে সব দেখে মিকা কী বললেন জানেন? নুসরতকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মিকা সিং। নুসরতকে মঞ্চে ডেকে নিয়ে প্রথমেই তাঁর ঘোষণা, “প্রথম এমন এমপি (সাংসদ) দেখলাম যিনি এতটা ফিট।” এরপরেই মিকা তাঁর এক বাংলা গানের সঙ্গে নুসরতকে নাচতে অনুরোধ করেন। নুসরত প্রথমটা খানিক ইতস্তত করলেও পরে আর না করেননি। দর্শকের উচ্ছ্বাস, করতালিতে সাংসদও নেচে উঠলেন, “ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড।” এতে যদিও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। সাংসদের ‘কাজ’ নুসরতকে মনে করিয়ে দিয়েছেন তাঁরাও। যদিও নুসরত নিজেই মিকার সঙ্গে নাচের ভিডিয়ো প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, “বসিরহাটের মানুষ আপনার গানে সত্যিই পাগল হয়ে গিয়েছিল মিকা সিং। অনেক ভালবাসা। আর বসিরহাটের সবাইকেও অনেক ভালবাসা”।

View this post on Instagram

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

২০২১ সালে পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন তিনি। এক ফ্রেমে তিনি যশ ও ঈশানকে দেখে চলেছিল নানা চর্চা। তবে তার চেয়েও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুসরতে মাথায় সিঁদুরের চিহ্ন। তিনি ও যশ কি বিবাহিত উঠেছিল সে প্রশ্নও। বছর ঘুরতে যদিও সে বিতর্কও চাপা পড়ে গিয়েছে। এবারে পুজোর সময় জমিয়ে সেলিব্রেশন করেছেন তিনি, সঙ্গে ছিলেন যশ। মাথায় ছিল সিঁদুর। ট্রোলের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। জনৈক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, “মুসলিম হয়েও কেন অমুসলিম বিয়ে করেছ”? উত্তর এড়িয়ে না গিয়ে নুসরতও পাল্টা লেখেন, “কোন জগতে বাস করেন আপনি? আপনি কি আদপে মানুষ”? ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন তিনি। ছেলে হওয়ার কিছু মাস পরেই ওজন ঝরিয়ে কামব্যাক করেছিলেন তিনি। এখন ব্যস্ত টলিউডি প্রজেক্ট নিয়ে।  কিছুদিন আগেই নতুন ছবি ঘোষণা করেছেন নুসরত। ছবিতে দেখা যাবে যশ ও ঋতুপর্ণা সেনগুপ্তকে।