Mimi Chakraborty: ‘কয় বোতল তেল লেগেছে’? মিমির ‘তৈলাক্ত’ শরীর নিয়ে বিস্তর সমালোচনা
Mimi Chakraborty: করতে চেয়েছিলেন গ্লসি লুক। সেই কারণে শরীরের নানা অংশে হাইলাইটারও ব্যবহার করেছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু যা ভাবেন তা সব সময় আর হয় কোথায়? 'তৈলাক্ত' লুক নিয়ে চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাঁকে। মিমির ওই হাইলাইটার দেখে অনেকেই মনে করেছেন তিনি বুঝি গায়ে তেল মেখেছেন। এসেছে প্রশ্ন "কয় বোতল নারকেল তেল লেগেছে"?
করতে চেয়েছিলেন গ্লসি লুক। সেই কারণে শরীরের নানা অংশে হাইলাইটারও ব্যবহার করেছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু যা ভাবেন তা সব সময় আর হয় কোথায়? ‘তৈলাক্ত’ লুক নিয়ে চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাঁকে। মিমির ওই হাইলাইটার দেখে অনেকেই মনে করেছেন তিনি বুঝি গায়ে তেল মেখেছেন। এসেছে প্রশ্ন “কয় বোতল নারকেল তেল লেগেছে”? কেউ দিয়েও দিয়েছেন সেই প্রশ্নের উত্তর। লিখেছে, “এক বোতলের বেশি”। পুজোর নায়িকারা ফটোশুট করাবেন এটাই দস্তুর। বাদ যাননি মিমিও। দুই হাতে ভর্তি চুড়ি, লাল টিপ আর খোলা চুলে ছবি শেয়ার করেছেন তিনি। গলায় পরেছিলেন সোনালী অলঙ্কার। তাঁরা ওই ফটোশুট নিয়েই এখন চলছে নানা চর্চা। সে যাই হোক, সবাই যে নেতিবাচক মন্তব্য করেছেন, এমন ভাবার কোনও কারণ নেই। অনেকেই জানিয়েছেন, এ হেন লুকে বেশ স্নিগ্ধ লাগছে মিমিকে।
প্রসঙ্গত, এবারে পুজো মিমির জন্য ডাবল বোনাজা। এক তো পুজোর আনন্দ অন্যদিকে এই পুজোতেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি। ছবির নাম ‘রক্তবীজ’। খাগড়াগড় কাণ্ড এই ছবির মূল উপজীব্য। ছবিইয়ে মিমিতে ছাড়াও রয়েছে আবীর চট্টোপাধ্যায়। পরিচালনায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
View this post on Instagram