আর কয়েক ঘণ্টার অপেক্ষা। মা হতে চলেছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। অভিনেতা যশ দাশগুপ্ত নিজে গাড়ি করে নুসরতকে নিয়ে শহরের আক হাসপাতালে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন গত বুধবার রাতে। সব কিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার নুসরতের সি সেকশন করা হবে বলে খবর। জীবনের এই বিশেষ মুহূর্তে নুসরতকে ঘিরে রয়েছেন তাঁর প্রিয়জনেরা। তাঁর প্রিয় বন্ধু আর এক অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ঠিক কী করলেন?
বুধবার দিনভর যখন চিকিৎসক, হাসপাতাল নিয়ে ব্যস্ত নুসরত, কখনও খোশমেজাজে কখনও বা উত্তেজনায় সময় কাটিয়েছেন, ঠিক সে সময় কলকাতা থেকে বেশ কিছুটা দূরে ওড়িশায় ছিলেন মিমি। বেশ কিছুদিন পরে শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। সৌজন্যে অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’। সে ছবির শুটিংয়েই ওড়িশার ময়ূরভঞ্জে ছিলেন মিমি।
মিমির সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে এক ফ্রেমে রয়েছেন মিমি, অরিন্দম শীল, জুন মালিয়া, অর্জুন চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ফ্লোর স্টোরিজ’। হ্যাশ ট্যাগে ব্যবহার করেছেন ছবির নাম ‘খেলা যখন’। ইনস্টাগ্রাম স্টোরিতেও শুটিংয়ের আভাস দিয়েছেন মিমি।
অরিন্দমের প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর সঙ্গে ‘ধনঞ্জয়’ ছবিটি তৈরি করেছিলেন অরিন্দম। মিমিকে দেখা গিয়েছিল এক আইনজীবীর চরিত্রে। ফের একসঙ্গে কাজ করছেন মিমি-অরিন্দম।
গত ১৭ অগস্ট থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। কলকাতার অল্প শুটিং সেরে ওড়িশায় পাড়ি দিয়েছে গোটা টিম। প্রথম দিন শুটিংয়ের ছবিও শেয়ার করেছিলেন মিমি। সেই ছবিতে দেখা গিয়েছিল, অরিন্দমের সঙ্গে ক্ল্যাপস্টিক নিয়ে দাঁড়িয়ে অভিনেত্রী। ক্ল্যাপে লেখা ‘খেলা যখন’, সিন নম্বর ‘১’।
মিমির লুক অত্যন্ত সাদামাঠা, পরনে তাঁর কলার দেওয়া সর্ষে রঙের থ্রি কোয়ার্টার কুর্তি। বাঁ-হাঁতে কালো ব্যান্ডের ঘড়ি। একটু নামিয়ে পনিটেল করা চুলে। অরিন্দম ও মিমি – দু’জনের মুখই গম্ভীর। দেখে বোঝাই যাচ্ছে, চরিত্রটি আত্মস্থ করার চেষ্টা করছেন মিমি। কাজের যে বিপুল চাপ তা অরিন্দমের গাম্ভীর্য দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবির ক্যাপশনে মিমি লিখেছিলেন, “ডে ওয়ান (প্রথম দিন), হ্যাশট্যাগ খেলা যখন, অ্যাটদারেট অরিন্দম, এই ছবির জন্য আড়াই বছর অপেক্ষা করেছি। আপনাদের প্রার্থনা ও ভালবাসা প্রয়োজন।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই অরিন্দম ব্যস্ত ছিলেন মহাশ্বেতা দেবীকে নিয়ে তৈরি ‘মহানন্দা’ ছবির শুটিংয়ে। ছবিতে রয়েছেন গার্গী রায় চৌধুরী, দেবশঙ্কর হালদারের মতো শিল্পীরা। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করেছেন গার্গী। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ‘অন্য শবর’-ছবির শুটিংও শুরু করবেন অরিন্দম। অতিমারির কারণে ছবির তৈরি ও মুক্তি পিছিয়ে যায়। ছবিতে শবরের চরিত্রে ফের শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁরও ডেট পাওয়া গিয়েছে। সব মিলিয়ে, বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন পরিচালক। হাতে তাঁর এতগুলো গুরুত্বপূর্ণ কাজ।
আরও পড়ুন, ঝগড়া, বন্ধুত্ব, ভালবাসার ৩৬ বছর, কিরণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা অনুপমের