Mimi Chakraborty: শহর থেকে দূরে বরফের মাঝে ছুটি কাটছে মিমির, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 01, 2022 | 4:14 PM

সারা বছরের ব্যস্ততাকে সরিয়ে রেখে আপাতত পাহাড়েই সময় কাটাচ্ছেন নায়িকা। আর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে মনে হবে যেন এক টুকরো হিমাচল।

Mimi Chakraborty: শহর থেকে দূরে বরফের মাঝে ছুটি কাটছে মিমির, দেখুন ভিডিয়ো
মিমি চক্রবর্তী।

Follow Us

পাথরের গা বেয়ে বয়ে যাচ্ছে নদী, সারি দিয়ে দাঁড়িয়ে সবুজ পাহাড়ি গাছ, পিছনে বরফ ঢাকা পাহাড়। ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। আর তাঁরই সামনে ব্রাউন জ্যাকেট, রোদচশমা পরে পোজ় দিচ্ছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।

সারা বছরের ব্যস্ততাকে সরিয়ে রেখে আপাতত পাহাড়েই সময় কাটাচ্ছেন নায়িকা। আর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে মনে হবে যেন এক টুকরো হিমাচল। কলকাতায় পারদ চড়লেও মিমির এই পোস্টগুলি কিন্তু একমিনিটও আপনাকে ঠাণ্ডা মিস করতে দেবে না। বহির্জগতের সঙ্গে যোগাযোগ রাখতে চান না তিনি। তিনি ব্যস্ত। এমন এক অজানা দুনিয়ায় যেখানে টেকনোলজির চোখ রাঙানি নেই, নেই কাজের ব্যস্ততাও।

তবে শুধু কি একা একা ঘুরলে হয়? ভক্তদের সঙ্গে তাই নিজের ট্রাভেলের মুহূর্তগুলো শেয়ার করছেন প্রায় প্রতিদিন। কখনও ট্রেকিং করছেন, কখনও বরফের মাঝে ছুটে বেড়াচ্ছেন তিনি। আবারও কখনও বরফ ঢাকা গ্রামের এক চিলতে রোদের মাঝে হাসিমুখে ধরা দিচ্ছেন ক্যামেরার সামনে।
ছবি গুলো দেখলেই মনে হয় পাড়ি দেওয়া যাক বরফের দেশে। আপাতত যাঁরা ঘরবন্দি, কিংবা ঘুরতে যাওয়ার প্ল্যান করেও গিয়ে উঠতে পারছেন না, তাদের জন্য রইল নায়িকার এই মন ভাল করা পোস্ট…

Next Article