Mimi Chakraborty: নববর্ষে হাত কেটে ফেললেন মিমি, রক্ত দেখে আঁতকে উঠলেন ভক্তরা

Viral Post: আমির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি তাঁর আগামীতে। সদ্য সেই ছবি শেয়ার করে নিতে দেখা যায় তাঁকে।

Mimi Chakraborty: নববর্ষে হাত কেটে ফেললেন মিমি, রক্ত দেখে আঁতকে উঠলেন ভক্তরা
মিমি চক্রবর্তী।

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 15, 2023 | 2:58 PM

বছরের শুরুতেই ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেললেন মিমি চক্রবর্তী। বাড়িতেই রক্তারক্তি। না, কোনও ছবির প্রমোশন নয়, কোনও ভুয়ো খবরও নয়। মিমি চক্রবর্তী সত্যি নিজের হাত কাটলেন। আর সেই ভিডিয়ো ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন। ঝড়ের গতিতে ভাইরাল সেই ইনস্টা স্টোরি। ফল কাটতে গিয়ে হাত কাটলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রক্ত বন্ধ করতে ঘরোয়া টিপস চিনি দিয়েই ক্ষত জায়গা চেপে ধরলেন তিনি। মাটি থেকে বাটি, সর্বত্রই রক্তাক্ত অবস্থা। দেখা মাত্রই অবাক নেটপাড়া। নববর্ষের শুরুটা এভাবেই হল তাঁর। তাঁর এই পরিস্থিতি দেখে রীতিমত বাকরুদ্ধ ভক্তরা। সদ্য বোলপুরে শুটিং সেরে ফিরলেন অভিনেত্রী।

আমির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি তাঁর আগামীতে। সদ্য সেই ছবি শেয়ার করে নিতে দেখা যায় তাঁকে। প্রসঙ্গত,টলিউড ডিভা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একের পর এক হিট ছবি দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি সামলাচ্ছেন রাজনীতির ময়দানও। তবে ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ তাঁর, সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে রাজি নন তিনি। বারে-বারে এই মর্মে প্রশ্ন করলেও উত্তর মেলেনি অতীতে। খুব একটা এই বিষয় মন্তব্য করতে পছন্দও করেন না তিনি।

তবে একবার রাখ ঢাক ছাড়াই সম্পর্ক নিয়ে নিজের যাবতীয় গোপন তথ্য ফাঁস করে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই বোল্ড লুকে ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। কখনও আবার ক্যান্ডিড লুকে ভাইরাল ডিভা। তবে সেই মিমি এবার নিজেই মুখ খুললেন সম্পর্ক নিয়ে। গোপনে প্রেম করছেন তিনি? না, মিমির একটি ভাইরাল সংলাপকে অস্ত্র করেই ইঙ্গিত দিলেন তিনি সিঙ্গল অর্থাৎ একা। প্রেমের সম্পর্কে নেই তিনি।

মেকআপ করতে করতে তৈরি করা এই ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখলেন “এখন আপনারা জানেন”। মুহূর্তে ভাইরাল হল সেই পোস্ট। মিমির শেয়ার করা সেই সংলাপেই স্পষ্ট বলা- “বন্ধুরা, আমি বুঝতে পেরেছি কেন আমি এখনও সিঙ্গল। সম্পর্কে জড়াতে গেলে বাড়ির বাইরে যেতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমার দ্বারা যা সম্ভব নয়। এখনও তাই আমার জীবনে কেউ আসেনি।”