মিমি চক্রবর্তীর ‘আম জিন্দেগি’! বিশ্বাস না হলে নিজেই দেখুন…

Mimi Chakraborty: পুরোদস্তুর মেকআপে বসে আম খাচ্ছেন, এমনই একটি ভিডিয়ো মিমি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক এমন, এই ভাবেই আমি আম খাই। আর আপনি?’

মিমি চক্রবর্তীর ‘আম জিন্দেগি’! বিশ্বাস না হলে নিজেই দেখুন...
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 11, 2021 | 2:12 PM

আম জনতা তিনি নন। আম জিন্দেগিও তাঁর নয়। একাধারে অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী আম আদমির থেকে আলাদা হবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মিমিরও ‘আম জিন্দেগি’ রয়েছে। সেই সিক্রেটই এ বার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

মিমির প্রিয় ফল আম। চামচ দিয়ে আম খাওয়া তাঁর পছন্দ নয়। একেবারে আঁটি শুদ্ধু যতটা খাওয়া সম্ভব, ততটাই তিনি খেতে ভালবাসেন। পুরোদস্তুর মেকআপে বসে আম খাচ্ছেন, এমনই একটি ভিডিয়ো মিমি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক এমন, এই ভাবেই আমি আম খাই। আর আপনি?’ সঙ্গে হ্যাশট্যাগে রয়েছে ‘সিক্রেট টু’।

এর আগে নিজের আরও একটি সিক্রেট শেয়ার করেছিলেন অভিনেত্রী। খেতে ভালবাসেন মিমি। পিৎজা তাঁর পছন্দের খাবার। গোটা পিৎজাও অনায়াসে খেয়ে নিতে পারেন। আর সেটাই তাঁর সিক্রেট। পিৎজা খাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে তেমনই লিখেছিলেন অভিনেত্রী।

মিমি লিখেছিলেন, ‘সিক্রেট ওয়ান- পিৎজাই জীবন’। তবে বিধিবদ্ধ সতর্কীকরণও রয়েছে। অর্থাৎ আলাদা করে ব্র্যাকেটে তিনি লিখেছিলেন, ‘আমি এখানে জাঙ্ক ফুড প্রোমোট করছি না। আমি প্রতিদিন এগুলো খাই না। শুধুমাত্র চিট ডে-তে খাই’।

মিমি অত্যন্ত স্বাস্থ্য সচেতন। প্রতিদিন শরীরচর্চা করা তাঁর রুটিন। নির্দিষ্ট ডায়েটও মেনে চলেন তিনি। ক্যামেরার সামনে পারফর্ম করতে হয় বলে নিজেকে মেনটেন করতেই হয়। কিন্তু কড়া ডায়েটের মধ্যেও ‘চিট ডে’ রাখেন তিনি। অর্থাৎ সপ্তাহে এমন একটা দিন সব কিছু খেতে পারেন তিনি। পছন্দের সব খাবারই ‘চিট ডে’-তে খাওয়ার জন্য অপেক্ষা করেন। কারণ বাকি দিনগুলো যে খাবার খেয়ে তাঁকে মেনটেন করতে হয়, তা ততটা পছন্দের নয় নায়িকার।

সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ মিমি। কখনও ঠাকুমার প্রয়াণ, নিজের পোষ্যের অসুস্থতা, নিজের মন খারাপের কথা তুলে ধরেন। কখনও বা নিজের পছন্দ-অপছন্দের এ হেন সিক্রেট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।

আরও পড়ুন, ‘মির্জাপুর’-এর শুটিংয়ে রাগের বশে অন্যের ফোন ভেঙে দিয়েছিলেন আলি!