Mimi Chakraborty: মাঝ আকাশ থেকে মিমির ঝাঁপ, ভিডিয়ো দেখে চমকে গেলেন ভক্তরা

Mimi Chakraborty Trip: মিমি চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বসলেন এক গুচ্ছ ছবি। নিজের ইচ্ছের তালিকা থেকে এক এক করে পূরণ করার পালা। এবার তেমনই এক স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী তথা সাংসদ। মিমি বরাবরই অ্যাডভেঞ্চার পছন্দ করেন।

Mimi Chakraborty: মাঝ আকাশ থেকে মিমির ঝাঁপ, ভিডিয়ো দেখে চমকে গেলেন ভক্তরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 5:39 PM

মিমি চক্রবর্তী, বরাবরই তিনি টলিপাড়ার মনের মানুষ। ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক ছবি করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি রাতারাতি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি রক্তবীজ। পুজোর মুক্তির তালিকায় থাকল এবার তাঁর বিশেষ সংযোজন। তবে সমস্ত চাপ মিটতে না মিটতেই এবার তিনি কিছুটা সময় একান্তে ছুটি কাটাতে পাড়ি দিলেন দুবাই। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মিমি চক্রবর্তী। মাঝে মধ্যেই সেখানে ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। মিমি চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বসলেন এক গুচ্ছ ছবি। নিজের ইচ্ছের তালিকা থেকে এক এক করে পূরণ করার পালা। এবার তেমনই এক স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী তথা সাংসদ। মিমি বরাবরই অ্যাডভেঞ্চার পছন্দ করেন।

তাই বলে মাঝ আকাশ থেকে ঝাঁপ, ইচ্ছে অনেকের থাকলেও করে উঠতে পারেন কতজন। দুবাইয়ে যে কয়েকটি অ্যাডভেঞ্চার রাইড রয়েছে তার মধ্যে এটা অন্যতম। স্কাই ডাইভিং। একের পর এক এক ছবি থেকে ভিডিও শেয়ার করলেন মিমি। যা দেখে রীতিমত অবাক সকলে। আসলে এই স্কাই ড্রাভিং নতুন কোনও বিষয় নয়। সেলেব থেকে সাধারণ মানুষ, দুবাই গেলেই এই রাইডটি করার চেষ্টা করেই থাকেন। তবে যাঁরা বেজায় উচ্চতায় ভয় পান, তাঁদের পক্ষে সম্ভপর নয়, তাঁদেরই একশ্রেণির তাই চক্ষুচড়ক গাছ। যদিও মিমি চক্রবর্তীর চোখে মুখে এদিন বিন্দুমাত্র থাকল না ভয়ের ছাপ। বরং চুটিয়ে উপভোগ করলেন সেই মুহূর্ত। বর্তমানে দুবাইতেই রয়েছেন তিনি। কখনও ফ্রি মুডে তুলছেন সেলফি, কখনও আবার ভিডিয়ো পোস্ট করছেন এই ট্রিপের। ফিরে এসে আবারও কাজে ফেরার পালা।