Mimi Chakraborty: গোটা শহর হেঁটে বেড়িয়ে মিমি জানালেন তাঁর ‘ভালবাসার’ কথা!

সম্প্রতি দিল্লি গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতেই রাজধানীতে গিয়েছেন তিনি।

Mimi Chakraborty: গোটা শহর হেঁটে বেড়িয়ে মিমি জানালেন তাঁর ভালবাসার কথা!
মিমি।

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 25, 2021 | 3:44 PM

‘আমি তোমাকে ভালবাসি কলকাতা…’। এমন এক ভিডিয়ো ক্যাপশন লিখেছেন মিমি চক্রবর্তী। রোবরার সকালে পোস্টকরা ভিডিয়োতে মিমিকে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন স্থানে হেঁটে বেড়াতে। কখনও ভিক্টোরিয়া, কখনও ঠিক উল্টোদিকের সুবজ ময়দান, কখনও ক্যাথিড্রাল চার্চ আবার কখনও প্রিন্সেপ ঘাট। অভিনেত্রীর পরনে হালকা বেগুনি রঙের ফুলহাতা সোয়েটশার্ট ও ব্ল্যাক শর্টস। পায়ে স্পোর্টস শ্যু। ভিডিয়ো দেখে মনে হচ্ছে সকালে শহরের বুকে ওয়াকে বেরিয়েছেন তিনি। ভিডিয়োর ক্যাপশনে মিমি আরও লেখেন, ‘পুনশ্চ: শুটিংয়ের সময়েই শুধু মাস্ক খুলে ফেলা হয়েছিল।’

মিমির মন জুড়ে রয়েছে শহর তিলোত্তমা। ‘সিটি অফ জয়’ তাঁর সব চাওয়া-পাওয়ার মধ্যে রয়েছে। তিনি যেখানেই যান না কেন কলকাতাকে এতটুকুও হারিয়ে ফেলেননি কখনও। গত কয়েক দিন  ধরে কলকাতার বহু জায়গার ছবি দিয়ে চলেছেন সাংসদ-অভিনেত্রী। কয়েকদিন ভিকটোরিয়ার সামনে সবুজ মাঠে বুক ভরে নিশ্বাস নিলেন মিমি। দু’হাত আলদা করে দিয়েছেন দু’পাশে। ব্যাকগ্রাউন্ডে দূরে দেখা যাচ্ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এক ছবিতে একেবারে ভিন্ন আমেজে দেখা গেল মিমিকে। সকালের রোদ পড়ছে তাঁক মুখে। আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর মুখশ্রী। বেগুনি রঙের ওড়না এলিয়ে রয়েছে তাঁর গায়ে। পরনে সাদা সালোয়ার। আর সামনে রয়েছে এক ঝাঁক ‘মসক্কলি’! বুঝলেন না? একঝাঁক পায়রা ছড়িয়ে-ছিটিয়ে তাঁর চারপাশে। মিমির ঠোঁটে এক অমলিন হাসি। ক্যাপশনে লিখেছন, ‘মর্নিং মিটস’ জুড়ে দিয়েছেন পাখির ইমোটিকন।

সম্প্রতি দিল্লি গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতেই রাজধানীতে গিয়েছেন তিনি। গোটা মাসটাই সেখানে থাকবেন। অনেকেই হয়তো জানেন, যে মিমির পায়ের তলায় সর্ষে। কোথাও কাজে গেলেও আশপাশটা ঘুরে দেখা তাঁর স্বভাব। তাই কাজের ফাঁকে সুযোগ বুঝে একটু বেরু বেরু করলেন অভিনেত্রী-সাংসদ। বৃহস্পতিবার ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন দেখুন গ্যালারি: ৭ বলিউড তারকা যাঁরা বাংলা ছবিতে অভিনয় করেছেন