Tollywood Inside: ‘…পয়সার জন্যই বাবা এ কাজ করেছে’, মিঠুনকে নিয়ে সোজাসাপটা মিমো
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তী-- কারও কাছে তিনি সুপারস্টার আবার কারও কাছে তিনি মহাগুরু। জীবনে বহু উত্থানপতন দেখেছেন তিনি। এবার তাঁকে নিয়ে অকপট ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী।
মিঠুন চক্রবর্তী– কারও কাছে তিনি সুপারস্টার আবার কারও কাছে তিনি মহাগুরু। জীবনে বহু উত্থানপতন দেখেছেন তিনি। এবার তাঁকে নিয়ে অকপট ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী। পয়সার জন্যই বাবা বাধ্য হয়েছেন এই কাজ করতে … রাখঢাক না করেই বাবাকে নিয়ে সোজাসাপটা উত্তর দিলেন মিঠুন-পুত্র। এমনকি নিজের ছোট ভাই নমসী চক্রবর্তীর সঙ্গে সহমত পোষণ করতে দেখা গেল না তাঁকে। কোন প্রসঙ্গে এ কথা বললেন তিনি? ২০০০-এর শুরুতে কেরিয়ার আচমকাই উথালপাথাল হয় মহাগুরুর। অভিনয় করেন বেশ কিছু বি-গ্রেড ছবিতে। তাঁর মতো সুপারস্টার কেন এমনটা করলেন, তা নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল অনেক। সাম্প্রতিক অতীতে তাঁর ছোট ছেলে নমসী জানিয়েছিলেন, ‘গুন্ডার’ মতো ছবিতে অভিনয় করা তাঁর মোটেও উচিৎ হয়নি। তাঁর মতে যে ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন, তা মোটেও তাঁর যোগ্য ছিল না।
যদিও মিমোর মতে মিঠুন যা করেছেন তা তাঁর পরিবারের জন্য, তা পয়সার জন্য, তাঁর কথায়, “সত্যি কথা বলতে, আমাদের মা আমাদের থেকে বাবার পতন অনেক বেশি দেখেছে। আমরা ছোট ছিলাম। বাবা ছিলেন সুপারস্টার। মা বলতেন, যখনই তাঁর ছবি ফ্লপ হতো, তখনই নাকি হতাশায় ডুবে যেতেন বাবা।” আর বি-গ্রেড ছবি করা নিয়ে তাঁর বক্তব্য, “আমাদের জন্য করেছে। উটিতে যে হোটেল করেছিল সে জন্য করেছে। পয়সার জন্য করতে বাধ্য হয়েছে বাবা। তবে এমনটা তো নয় ওই সব প্রযোজকরা ক্ষতির মুখ দেখছিলেন। ৭০ লক্ষ খরচ করলে তাঁরা পরিবর্তে এক কোটি পাচ্ছিল। এখনও তো বাবা ‘ডান্স বাংলা ডান্স’-এ কাজ করছেন। উনি যা করেন, তা সব সময় আমাদের জন্যই করেন। আমার খুব গর্ব হচ্ছে বলতে, তাঁর প্রথম ও শেষ চিন্তা শুধুমাত্র এবং শুধুমাত্র পরিবারকে ঘিরেই।”
View this post on Instagram