Mithun Chakraborty: কথা দিলেন মিঠুন, খুশি বাংলাদেশ, ১৩ বছর পর হবে ধামাকা?

Mithun Chakraborty: কথা দিয়েছিলেন, অবশেষে কথা রাখলেন তিনি, অন্তত এমনটাই দাবি করছে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলি।

Mithun Chakraborty: কথা দিলেন মিঠুন, খুশি বাংলাদেশ, ১৩ বছর পর হবে ধামাকা?
কথা দিলেন মিঠুন

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 27, 2023 | 10:37 PM

 

কথা দিয়েছিলেন, অবশেষে কথা রাখলেন তিনি, অন্তত এমনটাই দাবি করছে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলি। সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৩ বছর পর আবারও বাংলাদেশের ছবিতে নাকি অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখা যাবে ‘হিরো’ ছবিতে। সিনেমাটর পরিচালক কামরুজ্জামাল রোমান ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি মহাগুরুর সঙ্গে সাক্ষাৎও হয়ে গিয়েছে তাঁদের। এমনকি সিনেমা নিয়েও হয়েছে এক সুদীর্ঘ আলোচনা। প্রথম আলোকে পরিচালক বলেন, ” ‘চরিত্র যে অবয়ব তৈরি করে, সেটার জন্য রাজ্জাক সাহেবের মতো একজনকে দরকার ছিল। এই চরিত্রের অনেকগুলো মাত্রা রয়েছে। কারণ, এখানে মূল চরিত্র একজন বাবাকে নিয়ে। যে কারণে প্রথম থেকেই ভাবছিলাম মিঠুন চক্রবর্তীর কথা।’ তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা তাঁকে লাইনআপ দিয়েছিলাম। আজ গল্প পুরোটা শোনানোর পর তিনি বললেন, “ব্রিলিয়ান্ট, গল্প দারুণ! এই সিনেমা আমি করব।” তখন মনে হলো, আমরা যা চেয়েছি, সেটাই পেতে যাচ্ছি।”

ছবির গল্প এক বাবা-মেয়েকে নিয়ে। বাবার চরিত্রেই দেখা যাবে মিঠুনকে। এখনও অন্যান্য চরিত্রের জন্য খোঁজ চলছে অভিনেতার। এর আগে প্রজাপতি ছবিতে বাবার চরিত্রে দেখা গিয়েছিল মিঠুনকে। দেবের বাবা হয়েছিলেন তিনি। বক্সঅফিসে ওই ছবি ছক্কা হাঁকিয়েছিল। বাবা ও ছেলের রসায়ন দারুণ ভাল লেগেছিল দর্শকের। বাংলা ছবির মন্দার বাজারে ওই ছবি দিয়েই কার্যত ভিত পোক্ত করেছিল টলিউড। আবারও তিনি বাবা। তবে এবার ছেলের বদলে রয়েছে এক মেয়ে।

বাস্তব জীবনেও মিঠুন এক মেয়ের বাবা। তবে ছবিটিতে কতটা জমে রসায়ন তা জানতে উৎসুক সকলেই। ওপারের সঙ্গে মিঠুন চক্রবর্তীর যোগাযোগ দীর্ঘদিনের। ‘অবিচার’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। সালটি ছিল ১৯৮৫। এরপর ২০১০ সালে বাংলাদেশি ছবি ‘গোলাপি এখন বিলাতে’- তে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে কেটে গিয়েছে ১৩টা বছর। আবারও প্রত্যাবর্তন তাঁর।