মিঠুন চক্রবর্তী, সিনেপাড়ার অন্যতম চর্চিত স্টার। বলিউডের তিনি ডিস্কো ডান্সার। মিঠুন চক্রবর্তী মানেই অ্যাকশন, আবেগ, বক্স অফিসে ঝড়। সে বলিউড হোক কিংবা টলিউড। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কোথাও গিয়ে যেন সেই মিঠুন চক্রবর্তী দিন দিন নিজের মধ্যে থেকে স্টারডার্মকে দূরে সরিয়ে দিয়েছেন। সকলের সঙ্গেই তিনি বড্ড বেশি সহজ। ভাল ছবির প্রস্তাব পেলে তিনি তা সহজে ফেরান না। মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে এক বড় নাম। চার দশকের বেশি সময় ধরে সিনেমায় রাজত্ব করা। তিনি বহু প্রজন্মকে উঠতে দেখেছেন, বহু প্রজন্মের স্টারদের হারিয়ে যেতেও দেখেছেন।
তবে মিঠুন চক্রবর্তী একটা বিষয় আজও আস্থা রাখেন, তা হল সিঙ্গল স্ক্রিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেল, শাহরুখ খান ও সলমন খান কীভাবে জনপ্রিয় হয়েছেন। তাঁর কথায়, শাহরুখ খান, সলমন খান এখনও পর্যন্ত সিঙ্গল স্ক্রিনেই আস্থা রাখেন। সিঙ্গল স্ক্রিনই তাঁদের সুপারস্টার তৈরি করেছেন। তাই নিজে দাঁড়াতে হলে এই বিষয় ভাবতে হবে, যত্নশীল হতে হবে।
এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি বলেন অমিতাভ বচ্চন, আমির খান, হৃত্বিক রোশন এরাও সিঙ্গল স্ক্রিনের হাত ধরেই দাঁড়িয়েছেন, তাই তাঁদের কেরিয়ার গ্রাফ এতটা দীর্ঘ। সাধারণত ছবি ২ থেকে ৩ দিনের ব্যবসা, সেখান থেকে সুপারস্টার হওয়া সম্ভবপর নয়। তোমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। বর্তমানে ছবির মেয়ার সাধারণত খুব একটা দীর্ঘ হতে দেখা যায় না। দর্শক প্রেক্ষাগৃহে ফিরিছেন ঠিকই। তবে কোথাও গিয়ে যেন তা সমবন্টিত নয়। যে ছবি চলছে, তা বহু কোটির ব্যবসা করছে, যা চলছে না, তা একেবারে মুখ থুবরে পড়ছে। তবে ধৈর্য্য হারালে চলবে না, সাফ জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী।