Tolly Gossip: জিতুর সঙ্গে বিচ্ছেদ, শ্বশুর-শাশুড়ির ছবি শেয়ার করে কী বার্তা নবনীতার?

Tolly Gossip: ভেঙেছে সাধের সংসার। আর একসঙ্গে থাকেন না জিতু কামাল ও নবনীতা দাস। গুঞ্জন বলে, এখন নায়িকার মনে বাসা বেঁধেছে অন্য কোনও পুরুষ। বিয়ের পর এই প্রথম বার জিতুকে ছাড়াই কাটবে তাঁর পুজো। বন্ধুরা থাকবেন ঠিকই, কিন্তু তাঁর ফেলে আসা সংসার, নিত্যদিনের অভ্যেসে পড়বে ছেদ।

Tolly Gossip: জিতুর সঙ্গে বিচ্ছেদ, শ্বশুর-শাশুড়ির ছবি শেয়ার করে কী বার্তা নবনীতার?
জিতু-নবনীতা।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 06, 2023 | 9:13 PM

 

ভেঙেছে সাধের সংসার। আর একসঙ্গে থাকেন না জিতু কামাল ও নবনীতা দাস। গুঞ্জন বলে, এখন নায়িকার মনে বাসা বেঁধেছে অন্য কোনও পুরুষ। বিয়ের পর এই প্রথম বার জিতুকে ছাড়াই কাটবে তাঁর পুজো। বন্ধুরা থাকবেন ঠিকই, কিন্তু তাঁর ফেলে আসা সংসার, নিত্যদিনের অভ্যেসে পড়বে ছেদ। সে কারণেই মনজুড়ে বিষাদের সুর নায়িকার? জিতুর সঙ্গে সম্পর্ক না থাকলেও আজও রয়ে গিয়েছে ওই বাড়ির প্রতি টান। বাড়ির মানুষগুলোর স্মৃতি যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে সেই বার্তাই দিলেন তিনি। জিতুর বাবার সঙ্গে দু’টি ছবি শেয়ার নবনীতা লিখেছেন, “এ বছর আর তোমাদের সঙ্গে পুজো কাটানো হবে না।” জিতুর সঙ্গে যাই হয়ে থাকুক না কেন, তাঁদের প্রতি যে এখনও টানা রয়েছে নবনীতার, এ ছবি যে দিচ্ছে সেই প্রমাণই।

নবনীতা ও জিতুর বিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক নিয়ে কম কথা হয়নি। জিতুর সঙ্গে নাম জড়িয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। যদিও সেই খবর মিথ্যে। অন্যদিকে নবনীতা ও স্নেহালের এক জায়গায় ঘুরতে যাওয়ার রটনা নিয়ে সামনে এসেছিল বেশ কিছু ছবিও। তবে দু’জনের কেউই এই রটনা স্বীকার করেননি। বরং নবনীতার নামে কোনও সমালোচনা শুনবেন না বলেই জানিয়েছিলেন জিতু। ভক্তদের দাবি, ঝামেলা হলেও প্রেম রয়েছে গিয়েছে আজও। সেই প্রেমের সাগরেই কি সব ভুলে ফের একবার তাঁরা দেবেন ডুব? আরও একবার কাছে টেনে নেবেন দু’জন দু’জনকে?