AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: ‘আজ বাবার বাৎসরিক, আজই নন্দনে ‘এবং ছাদ’-এর প্রদর্শনী, বিষয়টিকে কাকতালীয় বললেন শ্রীলেখা

Sreelekha Mitra: TV9 বাংলাকে শ্রীলেখা বলেছেন, "আমার ছবি রিলিজ় করলে বাবাই সবার আগে হলে গিয়ে উপস্থিত হত... মনে হচ্ছে, বাবা আমার সঙ্গেই আছে।"

Sreelekha Mitra: 'আজ বাবার বাৎসরিক, আজই নন্দনে 'এবং ছাদ'-এর প্রদর্শনী, বিষয়টিকে কাকতালীয় বললেন শ্রীলেখা
বাবার বাৎসরিক কাজে শ্রীলেখা...
| Edited By: | Updated on: Sep 14, 2022 | 6:33 PM
Share

গতবছরটা (২০২১) ভালমন্দ মিলিয়ে কেটেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। ভালর মধ্যে যেমন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে ছিল শ্রীলেখার উপস্থিতি, তেমনই সেখান থেকে ফিরে ২৫ সেপ্টেম্বর হঠাৎই বাবাকে চিরকালের মতো হারান তিনি। তিথি অনুযায়ী, আজ ছিল শ্রীলেখার বাবার বাৎসরিক কাজ। আর আজই কাকতালীয়ভাবে নন্দনে প্রদর্শিত হল শ্রীলেখা পরিচালিত ছবি ‘এবং ছাদ’। যে ‘এবং ছাদ’কে গতবার নন্দনে প্রদর্শিত হতে দেওয়া হয়নি। এবার তা সম্ভব হল। এবং কী আশ্চর্যের কথা, আজই বাবার বাৎসরিক কাজ সম্পন্ন হল। বিষয়টিকে শ্রীলেখা ‘বিশেষ’ চৎকার হিসেবে দেখছেন। আবেগ শেয়ার করতে-করতে TV9 বাংলাকে শ্রীলেখা বলেছেন, “আমার ছবি রিলিজ় করলে বাবাই সবার আগে হলে গিয়ে উপস্থিত হত আর আজই বাবার কাজ হল দমদমে। আজই আমার ছবি নন্দনে দেখানো হচ্ছে। মনে হচ্ছে, বাবা আমার সঙ্গেই আছে।”

বুধবার (১৪.০৯.২০২২) দমদমে তাঁর বাড়িতে বাবার কাজ করেছেন শ্রীলেখা। সঙ্গে ছিলেন ভাই ও প্রিয়জনেরা। সেই কাজ সেরে নন্দনে গিয়েছিলেন শ্রীলেখা। বাবার কাজের ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এবং ক্যাপশনে লিখেছেন, “২৫ সেপ্টেম্বর বাবা চলে গেছিল আগের বছর। তিথি অনুযায়ী আজ এক বছরের কাজ। পিতৃপক্ষেই পিতার কাজ আর অদ্ভুত আজ আমার পরিচালিত ছবি নন্দনে।”

বাবা ছিলেন শ্রীলেখার জীবন জুড়ে। কেবল বাবা নন। মাও ছিলেন প্রিয়। তাঁদের দু’জনকে হারিয়েছেন অভিনেত্রী। প্রতিমুহূর্তে অনুভব করেন তাঁদের। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে অভিনেত্রীর বাবার লেখা একটি বই। যে বইটি তিনি লিখেছেন বাংলাদেশে ভাগ হওয়ার অভিজ্ঞতা নিয়ে। সেই প্রবন্ধর নিজে প্রুফ রিড করেছেন শ্রীলেখা। বই আকারে প্রকাশিত হচ্ছে সেটি। ২৫ সেপ্টেম্বর আত্মীয় ও প্রিয়জনদের হাতে বাবার লেখা বই তুলে দেবেন শ্রীলেখা।