Fahaadh Faasil’s 39th Birthday : ফাহাদের জন্মদিনে তাঁর স্ত্রী নাজরিয়ার ‘Out of focus’ পোস্ট

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Aug 09, 2021 | 7:32 AM

ফাহাদ ফাসিল আল্লু অর্জুনের (Allu Arjun) পুষ্প দিয়ে টলিউডে অভিষেক করতে চলেছেন। রবিবার সন্ধ্যায় পুষ্পের ক্রু একটি পোস্টার শেয়ার করেছে যাতে ফাহাদের প্রথম লুকও রিভিল হয়।

Fahaadh Faasils 39th Birthday : ফাহাদের জন্মদিনে তাঁর স্ত্রী নাজরিয়ার Out of focus পোস্ট

Follow Us

আজকের দিনে বিশ্ব সিনেমার মঞ্চে বহু চর্চিত মালায়ালাম ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ফাহাদ ফাসিল (Fahadh Faasil) গতকাল তাঁর ৩৯ তম জন্মদিন পালন করলেন। পরিচালক ফাজিলের পুত্র, ফাহাদ একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। তিনি Thondimuthalum Driksakshiyum, Kumbalangi Nights, Malik-এর মতো ছবিতে অবিস্মরণীয় অভিনয় করেছেন।

অভিনেতার জন্মদিন উপলক্ষে তাঁর স্ত্রী, যিনি নিজেও অভিনেতা এবং প্রযোজক, সেই নাজরিয়া নাজিম (Nazriya Nazim) তাঁর স্বামীকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি ফাসিলের সাথে একটি ছবি শেয়ার করেছেন যেখানে ফাসিল নিজেই ফোকাসের বাইরে। সাথে তিনি বেশ মজা করে এই ছবি দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি বলেছেন, “সেই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি সবসময় ফোকাসের বাইরে থাকতে পছন্দ করেন! আশা করি তোমার সব স্বপ্ন সত্যি হবে শানু! আমার পরিচিত মানুষদের মধ্যে উদারতম মানুষকে শুভ জন্মদিন!”

অন্যান্য অভিনেতারাও সোশ্যাল মিডিয়ায় ফাহাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কমল হাসান ফাহাদকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট শেয়ার করেছেন। এঁরা দুজন আসন্ন অ্যাকশন-থ্রিলার বিক্রমে (Vikram) স্ক্রিন শেয়ার করবেন। লোকেশ কানাগরাজ, বিক্রমের পরিচালক, টুইট করেছেন, “তোমার জন্য একটি চমৎকার জন্মদিন এবং সামনে একটি দুর্দান্ত বছর কামনা করছি।”

ফাহাদ ফাসিল আল্লু অর্জুনের (Allu Arjun) পুষ্প (Pushpa) দিয়ে টলিউডে অভিষেক করতে চলেছেন। রবিবার সন্ধ্যায় পুষ্পের ক্রু একটি পোস্টার শেয়ার করেছে যাতে ফাহাদের প্রথম লুকও রিভিল হয়। একটি টুইটে, নির্মাতারা ফাহাদকে “The Antagonist” হিসাবে বর্ণনা করেছেন। পোস্টারটি সিনেমায় ফাহাদের বাহ্যিক বিবরণী না দিলেও তাঁর চোখের ক্ষুরধার দৃষ্টি ব্যাখ্যা করে।

পুষ্পের প্রথম অংশ এই বছর বড়দিনে প্রেক্ষাগৃহে যাবে।

 

আরও পড়ুন : ভারতে Noise সংস্থার একটি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস লঞ্চ হয়েছে সম্প্রতি

Next Article