Tollywood Inside: নুসরতের প্রাক্তনের উপহার শুভশ্রীকে, খুশি নায়িকা, কী পেলেন?

Tollywood Inside: নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকে মা হওয়ার কথা শুভশ্রীর। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন নিজেকে নিয়েই। মা হবেন, সেই কারণে হাতছাড়া হয়েছে বেশ কিছু ছবির কাজও। তাতে অবশ্য আফসোস নেই তাঁর। কিছু দিন আগে জিমের ভিডিয়ো পোস্ট করে সমালোচনা মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু শুভশ্রী দমে যাওয়ার পাত্রী নন। তিনি সাফ জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু অসুস্থ নন। তিনি যা করছেন চিকিৎসকের পরামর্শ মেনেই।

Tollywood Inside: নুসরতের প্রাক্তনের উপহার শুভশ্রীকে, খুশি নায়িকা, কী পেলেন?
শুভশ্রী-নিখিল।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 04, 2023 | 2:04 PM

পুজোর আর বেশি দিন বাকি নেই। কাউন্টডাউন শুরু না হলেও দোকানে দোকানে মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে সবাই তৈরি। এবার পুজোটা খানিক আলাদা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে। আর কিছু দিন পরেই মা হবেন তিনি। পুজোর মজা একই সঙ্গে ফের একবার মা হওয়ার আনন্দ– সব মিলিয়ে উত্তেজনা মিলে মিশে একাকার। পুজোর ঠিক আগে আগেই শুভশ্রীর জন্য এল বিশেষ উপহার। সেই উপহারের প্রেরক কে জানেন? অভিনেত্রী-সাংসদ জাহানের প্রাক্তন ‘পার্টনার’ নিখিল জৈন। নিখিল যে এক বস্ত্র বিপণনী সংস্থার মালিক এ কথা সকলেরই জানা। তাঁর ব্র্যান্ডের নাম ‘রঙ্গোলী’। সেই রঙ্গোলী থেকেই উপহার এসেছে শুভশ্রীর কাছে। সেই ছবিই শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “অনেক ধন্যবাদ নিখিল জৈন। ভীষণ সুন্দর হয়েছে।”

প্রসঙ্গত, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকে মা হওয়ার কথা শুভশ্রীর। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন নিজেকে নিয়েই। মা হবেন, সেই কারণে হাতছাড়া হয়েছে বেশ কিছু ছবির কাজও। তাতে অবশ্য আফসোস নেই তাঁর। কিছু দিন আগে জিমের ভিডিয়ো পোস্ট করে সমালোচনা মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু শুভশ্রী দমে যাওয়ার পাত্রী নন। তিনি সাফ জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু অসুস্থ নন। তিনি যা করছেন চিকিৎসকের পরামর্শ মেনেই।