একজন যাচ্ছেন বিগবসে, অন্যজন বলিউডে কাজ করতে চলেছেন বিখ্যাত প্রযোজনা সংস্থার সঙ্গে। যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের এই মুহূর্তে বৃহস্পতি একবারে তুঙ্গে। তবে তার আগেই একটা ছুটি যে খুব প্রয়োজন। কাজ কর্মের মধ্যে তাঁদের ডেস্টিনেশন থাইল্যান্ড। নুসরত কখনও বিকিনিতে আবার কখনও খোলা শরীরে যশ দিয়ে চলেছেন ফিটনেস গোল। তাঁদের ট্রিপ যেন স্বপ্নের মতো সুন্দর। বিতর্ক? তা না হয় বাদই থাকল কয়েকটা দিন।
মঙ্গলবার সকালেই আরও এক পোস্ট শেয়ার করেছেন নুসরত। বাঘের সঙ্গে এনকাউন্টার তাঁদের। দাঁড়ান, যশরত ভক্তরা। এ ‘এনকাউন্টার’ নেহাতই বন্ধুত্বপূর্ণ। যাকে বলে শান্তিপূর্ণ সহাবস্থান। যশরতের পোশাকে রঙমিলান্তি, সঙ্গে বাঘ,চিতাবাঘ আবার হাতির সঙ্গে মজাদার পোস্ট। নুসরত পরেছেক ক্রপ টপ। যারা বলেন যশ নাকি হাসতেই পারেন না, এই ছবিগুলি তা একেবারে ভুল প্রমাণ করে দেবে। যশের গাল জোড়া হাসি। প্রিয় মানুষ যে সঙ্গে তাঁর। নুসরত পরেছেন হলুদ রঙের ক্রপ টপ। আর তাঁর টোন্ড ফিগার বিগত এক মাসে তো ‘টক অব দ্য টাউন’। মাতৃত্বকালীন পরবর্তী পর্যায়ে কী করে এতটা মেদ ঝরিয়ে ফেললেন তা নিয়ে টিভিনাইন বাংলার কাছে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর নুসরতও একেবারে জিরো সাইজ হয়ে বিকিনিতে পরপর ছবি দিয়ে ট্রোলার-রোস্টারদের কাছে আরও একবার হয়ে পড়েছেন ‘হট টপিক’ বিতর্ক যে তাঁর সঙ্গেই থাকে– সে আর নতুন কী?
কিছুদিন আগেই শোনা গিয়েছিল নুসরত জাহান সলমনের খানের বিগবসে যাবেন। নুসরত স্বীকার না করলেও তাঁর যাওয়া যে একেবারেই পাকা তা টলি-বলিউডে অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। অন্যদিকে দিব্যা খোসলা কুমারের সঙ্গে বলিউডে অভিনয় করবেন যশ। প্রথম শিডিউল শেষ হয়ে গিয়েছে কবে আর দ্বিতীয় শিডিউলের জন্য কিছুদিন আগেই যশ উড়ে গিয়েছিলেন মুম্বই। আপাতত টলিউড নয় এই দুই কাছের মানুষের আস্তানা হতে চলেছে আরব সাগরের তীরের ওই মায়ানগরী। টলিউড কি তবে চলে যাবে বিস্মৃতির আড়ালে? সে উত্তর দেবে সময়।