তাঁর ভালবাসার মানুষ যশ দাশগুপ্ত। দুনিয়ার কাছে তিনি যতই ব্যস্ত অভিনেত্রী হন না কেন, যতই তাঁর উপর থাকুক বসিরহাটের মানুষের গুরু দায়িত্ব– বছরের এই একটা দিন নুসরত জাহানে জমা রাখলেন যশের কাছেই। আজ অর্থাৎ সোমবার অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। মধ্যরাতেই যশকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এক অদেখা ছবি প্রকাশ করে লিখেছেন, “শুভ জন্মদিন হন (হানি)। সব সুখ, সব ভালবাসা, সৌভাগ্য তোমার হোক”। হ্যাশট্যাগে আবার বুঝিয়ে দিয়েছেন, যশ শুধু তাঁরই। পাল্টা যশ লিখেছেন, “ধন্যবাদ হন”। যদিও যুগলের এই ‘হন’ সম্বোধনে আবার হাসির রোলও উঠেছে। কেউ জানতে চেয়েছেন ওই কথার সম্পূর্ণ অর্থ কী? আবার কারও বক্তব্য, ‘পশ্চিমি কায়দায় কাছের মানুষকে হন সম্বোধন কি নিতান্তই দেখনদারি নয়’? সাধারণত হন কথাটি এসেছে ইংরেজি হানি অর্থাৎ মধু থেকে। ভালবাসার মানুষের আদরের ডাক। হোক না ট্রোলিং, নুসরত যদি যশের ‘হন’ হন, তবে ক্ষতি কী?
এ তো গেল ভার্চুয়াল শুভেচ্ছা। আয়োজন ছিল কেকের। তাঁর ইনস্টা স্টোরি বলছে মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে হয়েছে ছোট্ট সেলিব্রেশন। সঙ্গে একান্তে সময় কাটান তো রয়েছেই। গত বছর যশের জন্মদিনে এই কেক নিয়েই হয়েছিল হইচই। সে সময় নুসরত সদ্য মা হয়েছেন। যশ কি সন্তানের বাবা? সন্দিহান ছিলেন অনেকেই। আবার যশ কি নুসরতের স্বামী নাকি পার্টনার– সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। সে সময়েই জন্মদিনে নুসরতের যশের জন্য যে কেক প্রস্তুত করেছিলেন তাতে লেখা ছিল ‘হাজব্যান্ড’। ব্যস, আর কী? আগুনে ঘি! সে নিয়ে নানা চর্চা, নানা আলোচনা, আরও একবার তাঁদের সম্পর্ক আতসকাচে। তবে এক বছর কম সময় নয়। যশ-নুসরতের গভীর প্রেমে আজ অভ্যস্ত নেটিজেন। কটাক্ষ হয় ঠিকই, তবে সমালোচনার পরিমাণ আগের থেকে তুলনায় অনেক কম। ওই যে কথায় বলে, ‘সময় সব কিছু ঠিক করে দেয়’।
গোটা পুজোটাই প্রায় একসঙ্গে কাটিয়েছেন যশ-নুসরত। সামাজিক মাধ্যমে তাঁদের সেলিব্রেশনের ছবি চোখে পড়েছিলে নেটিজেনদের। একসঙ্গে পুজো পরিক্রমা থেকে শুরু করে ম্যাচিং করে পোশাক পরা– বাদ ছিল না কিছুই। কিছুদিন আগেই অবশ্য ট্রিপেও গিয়েছিলেন দুজনে। সেখানকার ছবিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। লুকিয়ে রাখা নয়, বরং প্রেম উদযাপনের বিশ্বাসী যুগল। সম্প্রতি শোনা গিয়েছিল, নুসরত নাকি সলমন খানের বিগবসে যাচ্ছেন। নুসরতের ঘনিষ্ঠ মাধ্যম থেকেও এমনটাই খবর উঠে আসছিল। কিন্তু সলমনের বিগবসের নতুন সিজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাতে এখনও পর্যন্ত নুসরতকে দেখা যায়নি। তবে কি শেষ মুহূর্তে বদলে গিয়েছে পরিকল্পনা নাকি ওয়াইল্ড কার্ড হিসেবে শো-র অংশ হতে পারেন বসিরহাটের সাংসদ? চলছে সেই আলোচনাই।