নুসরত জাহান। বিতর্কে তিনি থাকেন সব সময়েই। কখনও ব্যক্তিগত জীবন আবার কখনও রাজনৈতিক জীবন উঠে আসে কাঠগড়ায়। নিজে মুসলিম হওয়া সত্ত্বেও কেন দুই বারই তাঁর প্রণয়সঙ্গী হিন্দু এ নিয়ে প্রশ্ন আসতেই চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ইনস্টাগ্রামের অনুরাগীদের জন্য সম্প্রতি একটি খেলা খেলেছিলেন নুসরত। কেউ জিজ্ঞাসা করছিলেন নুসরতের সঙ্গে যশের প্রেমের সম্পর্কের কথা, কেউ বা আবারও নানা প্রশ্নের উত্তর জেনে নিচ্ছিলেন তাঁর থেকে। নুসরতও প্রায় সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এক এক করে।
এরই মধ্যে জনৈক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, “মুসলিম হয়েও কেন অমুসলিম বিয়ে করেছ”? উত্তর এড়িয়ে না গিয়ে নুসরতও পাল্টা লেখেন, “কোন জগতে বাস করেন আপনি? আপনি কি আদপে মানুষ”? ধর্ম নিয়ে এর আগেও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। নিখিল জৈনের সঙ্গে ‘বৈবাহিক’ সম্পর্কে থাকাকালীন তাঁর শাঁখা-সিঁদুর পরে রাজ্যসভায় যাওয়াকে কেন্দ্র করে হয়েছিল বিস্তর আলোচনা। সে সময় নুসরত বলেছিলেন, “আমি ভগবানের নিজের সন্তান”। এই মুহূর্তে যশ দাশগুপ্তের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে নুসরতকে সিঁদুর পরতে দেখা গিয়েছে। আর তা নিয়ে হয়েছে ট্রোলিং। নিখিল সঙ্গে ‘অবৈধ’ বিয়ে, যশের সঙ্গে সন্তান– সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বহুবারই। তবু নুসরত বলেছেন ইতিবাচকতার কথা। বলেছেন, ট্রোলিংকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতেই চান তিনি।
তবে শুধু বিতর্কই নয় এই মুহূর্তে আরও এক কারণে তিনি টক অব দ্য টাউন। সলমন খানের বিগবসের অফার পেয়েছেন। শোনা যাচ্ছে কথাবার্তাও এগিয়েছে বহুদূর। সব ঠিক থাকলে বিগবসের এই সিজনের অংশ হবেন বসিরহাটের সাংসদ। অন্যদিকে দিব্যা খোসলা কুমারের সঙ্গে বলিউডে অভিনয় করবেন যশ। প্রথম শিডিউল শেষ হয়ে গিয়েছে কবে আর দ্বিতীয় শিডিউলের জন্য কিছুদিন আগেই যশ উড়ে গিয়েছিলেন মুম্বই। আপাতত টলিউড নয় এই দুই কাছের মানুষের আস্তানা হতে চলেছে আরব সাগরের তীরের ওই মায়ানগরী। টলিউড কি তবে চলে যাবে বিস্মৃতির আড়ালে? সে উত্তর দেবে সময়।