Nusrat Trolling: ‘দীপিকাকে নকল?’ রিল পোস্ট করতেই বডি শেমিং-এর শিকার নুসরত

Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় বুলিং-এর শিকার নুসরত জাহান প্রথম নন। বহু স্টারদেরই এমন নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়। নুসরতও তাঁর ব্যতিক্রম নন। যার ফলে ট্রোলকে বর্তমানে তিনি খুব একটা গুরুত্ব দেন না। তবে নেট দুনিয়া কটাক্ষ করতে পিছুপা হয় না কখনও-ই।

Nusrat Trolling: দীপিকাকে নকল? রিল পোস্ট করতেই বডি শেমিং-এর শিকার নুসরত

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2023 | 1:30 PM

নুসরত জাহান, সোশ্যাল মিডিয়া বরাবরই তিনি সক্রিয়। সিনে পাড়ায় তাঁর উপস্থিতি আগের তুলনায় বেশ কিছুটা কমলেও সোশ্যাল মিডিয়ায় নিত্য দেখা মেলে তাঁর। কখনও রিলস, কখনও ছবি পোস্ট করে থাকেন বিভিন্ন উৎসবের মরশুমে। কখনও হয়ে থাকেন প্রশংসিত, কখনও আবার ট্রোলের শিকার হতে হয় অভিনেত্রী তথা সাংসদকে। এবার এক ভিডিয়ো শেয়ার করে কটাক্ষের শিকার হলেন তিনি। ‘দীপিকা পাড়ুকোনকে নকল করছেন নুসরত?’ একটি ভাইরাল সংলাপ বলে ছোট্ট ক্লিপিং পোস্ট করতেই ট্রোলের বন্যা নেট দুনিয়ায়। কেউ প্রসঙ্গ তুললেন তাঁর ঠোঁটের আকৃতি নিয়ে, কেউ আবার প্রশ্ন তুললেন তাঁর অভিনয় নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বুলিং-এর শিকার নুসরত জাহান প্রথম নন। বহু স্টারদেরই এমন নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়। নুসরতও তাঁর ব্যতিক্রম নন। যার ফলে ট্রোলকে বর্তমানে তিনি খুব একটা গুরুত্ব দেন না। তবে নেট দুনিয়া কটাক্ষ করতে পিছুপা হয় না কখনও-ই।

কমেন্ট বক্সে, কেউ লিখলেন, বিশ্রী লাগছে, কেউ লিখলেন, ‘সার্জারি করানোর পর ঠোঁটটা খুবই জঘন্য লাগে’। আবার কারও কথায়, ‘মহিমা-দীপিকাকে কপি করবেন না।’ কারও কথায় ‘ঠোঁটটা সার্জারি করে ১২টা বাজিয়ে দিলে?’ কেউ প্রশ্ন তুললেন, ‘দীপিকাকে কপি করছেন?’ কারও কথায়, ‘লিপটা আরও একটু বড় করতে পারতেন, অনেকটা ছোট হয়ে গিয়েছে’। কেউ লিখলেন, ‘ম্যাডাম চুরি করে হাপিয়ে পড়েছেন।’ কারও কলমে, ‘দীপিকাকে নকল করতে গেলে যোগ্যতা লাগে’। কটাক্ষের তালিকা থেকে বাদ পড়লেন না যশ দাশগুপ্তও। সম্প্রতি মুক্তি পেয়েছে যশের প্রথম বলিউড ছবি ইয়ারিয়ানা ২, বক্স অফিসে যা রাতারাতি মুখ থুবরে পড়েছে। সেই প্রসঙ্গেও একজন লিখলেন, ‘ফান হল, যখন আপনি দেখেন ইয়ারিয়ানা ২ চলছে খালি প্রেক্ষাগৃহে।’

প্রসঙ্গত এই ভাইরাল সংলাপটি সোশ্যাল মিডিয়ায় এনেছিলেন এক ইনস্টা ইউজ়ার জ্যাসমিন কৌর। তারপরই তা ভাইরাল হয়ে যায়। একরক অনেকেই এই সংলাপে লিপ মিলিয়েছেন। তালিকা থেকে বাদ পড়েননি দীপিকা পড়ুকোনও। অভিনেত্রীর রিলসটা বেশি চর্চিত হওয়ায় নুসরতের ভিডিয়ো দেখে অনেকেই দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ তুলেছেন।