নুসরত জাহান, বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। আর্থিক তছরুপের অভিযোগ ওঠে তাঁর নামে। ২৪ কোটি টাকা জালিয়াতির কাণ্ডে সার্ভেলেন্সে নুসরত জাহান। রাতারাতি চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে একটা সময় পর মুখ খুলতে বাধ্য হন তিনি। প্রকাশ্যে এসে বলেছিলেন, “আমি কি আপনার ব্যাঙ্কের নথি দেখতে চেয়েছি? দেখতে চাইনি তো, তাহলে আপনিও সেটা করতে পারেন না। আর সেটা করতে হলে আইনি পদ্ধতিতে করুন।” এখানেই শেষে নয়, এমনকি তিনি এও বলেন, “আমি আমার তরফ থেকে ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছি। এরপর যদি আপনাদের আরও কোনও গল্প বানাতে হয়, গল্প ফাঁদতে হয়, সেটা আপনাদের ব্যাপার।”
যদিও সেদিন সমস্ত কাগজ সংবাদ মাধ্যমের হাতে তুলে দেননি নুসরত জাহান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই সাংবাদিক বৈঠকে নুসরত যাই বলে থাকুক না কেন তাতে যে তাঁর গায়ে লাগা কালির দাগ এত সহজে মুচ্ছে না, তা ওবার স্পষ্ট হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে কটাক্ষের ঝড়। নুসরত জাহান বার্বি ঝড়ে গা ভাসিয়ে ছবি দিতেই নেটিজ়েনরা লিখলেন, অন্যের টাকা চুরি করে এত বিলাসিতা, কোনও লজ্জা সরম না থাকলে যা হয়।
কেউ কেউ আবার লিখলেন, ‘গরিব লোকের টাকা নিয়ে কত নাটক? আবার কেউ লিখলেন, চোরের মায়ের এত ফ্যাশন কীসে?’ কেউ আবার লিখলেন, ‘চোর, লজ্জা করে না, গরিব মানুষের কষ্ট করা টাকা নিয়ে এই সর বিলাসিতা করতে। ভগবান যদি থাকেন, তবে তোমার পতন হবেই…।’ যদিও নুসরতের দাবি, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ তিনি ২০১৭-র ৬ মে সুদ-সহ ফেরত দিয়েছেন। ব্যস, কেবল এই একটাই যুক্তি, যেটিকে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ‘সাফাই’ বলতে নারাজ।