Nusrat Jahan: ‘কী করতে মুখটার বারোটা বাজালে?’, ভিডিয়ো পোস্ট করতেই চরম ট্রোল্ড নুসরত

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 03, 2022 | 11:06 AM

Nusrat Jahan: যদিও চরম ট্রোলের মাঝেও নুসরত ভক্তরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিতে পিছপা হলেন না। 

Nusrat Jahan: কী করতে মুখটার বারোটা বাজালে?, ভিডিয়ো পোস্ট করতেই চরম ট্রোল্ড নুসরত
নুসরত নিত্য যোগা করে থাকেন। সুন্দর ত্বক ও বোল্ড ফিগারের পিছনে থাকা রহস্যই এটা, বলে দাবি করেন নুসরত। নুসরত নাচ করতেও পছন্দ করেন। তাই নাচের মধ্যে দিয়েও ওয়ার্ক আউট (জুম্বা) করে থাকেন তিনি।

Follow Us

নুসরত জাহান এক কথায় বলতে গেলে টলিপাড়ার স্টার কুইন। বাংলা ছবির দুনিয়ার পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে না নাম জড়ালেও কেরিয়ারে বা পর্দায় ভক্তদের মন জয় করার ক্ষেত্রে কোনও খামতি রাখেননি এই সেলেব। তাঁর কথায়- নিজের চেষ্টার একার লড়াইতে আজ তিনি যেটুকু হতে পড়েছেন। পরিবার ছাড়া কঠিন সময় পাশে ছিল না সেভাবে কেউ। এরপর থেকে বাংলা সিনে দুনিয়ায় লম্বা সফর। পাশাপাশি নুসরত জাহান রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। সবদিক একা হাতে ব্যালন্স কে চলেছেন প্রথম থেকেই। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেজায় সক্রিয়। নিত্যদিন ভক্তদের জন্য কিছু না কিছু পোসট করে থাকেন। কখনও ভিডিয়ো কখনও ছবি ঘিরে মাঝেমধ্যে নেটপাড়ায় তাই জল্পনাও ওঠে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হল না। যদিও চরম ট্রোলের মাঝেও নুসরত ভক্তরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিতে পিছপা হলেন না।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত জাহান। পিঙ্ক ফ্যাশনে গা ভাসিয়ে সেলেব দিলেন পোস্ট। নো মেকআপ থেকে বোল্ড লুক। তবে ভিডিয়ো দেখে বেজায় রেগে গেল নেটিজ়েনদের দল। সকলেই একবাক্যে বলে ওঠে নুসরত তাঁর আগের লুকেই বেশি সুন্দর ছিলেন। একজন কমেন্টে লিখেছেন- মুখের পুরো বারোটা বাজিয়ে ফেলেছে। অপরজন লেখেন, তাঁকে আগেই বেশি সুন্দর দেখতে ছিল। কেউ কেউ আবার মন্তব্য করেন- এতো বিশ্রী হয়ে গিয়েছে প্লাস্টিক সার্জারি আর ডায়েট পুরো উল্টে দিয়েছে। অপর ভক্তের অভিযোগ- তুমি কী করতে মুখটার বারোটা বাজালে? আগেই তো সুন্দর ছিলে।

যদিও অতীতে একাধিকবার নুসরত জাহান এই মর্মে মুখ খুলে জানিয়েছেন, যে তিনি প্রথমে ট্রোল নিয়ে বেশ মাথা ঘামাতেন। তবে এখন তিনি এসব বিষয় খুব একটা বিচলিত হন না। কারণ একটাই, ট্রোলই তাঁকে শক্ত হতে সাহায্য করেছে। শুনতে শুনতে এখন তিনি এই বিষয় কঠিন হয়ে উঠেছে। ফলে কে তাঁকে কী বলছে, তা নিয়ে খুব একটা আর এখন ভেবে দেখেন না নুসরত জাহান। তিনি নিজের পরিবার ও কেরিয়ার নিয়েই বেজায় ব্যস্ত।

Next Article