AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nusrat Jahan: ‘রমজান মাসে লজ্জা করে না?’, বিকিনিতে নুসরত, নেটপাড়ায় ট্রোলিং-ঝড়

Nusrat Jahan: ২০২১-এর গোটা বছর জুড়েই নুসরত ও যশ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর মাতৃত্ব। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বারেবারেই উঠেছিল নানা প্রশ্ন।

Nusrat Jahan: 'রমজান মাসে লজ্জা করে না?', বিকিনিতে নুসরত, নেটপাড়ায় ট্রোলিং-ঝড়
বিকিনিতে নুসরত, রে-রে করে উঠল নেটপাড়া
| Edited By: | Updated on: May 02, 2022 | 9:40 AM
Share

সমুদ্রতটে বেড়াতে গিয়েছিলেন নুসরত জাহান। পরেছিলেন বিচওয়ার বিকিনি। আর তাতেই তীব্র কটাক্ষের শিকার হতে হল তাঁকে। তাঁকে নিয়ে একের পর এক কুৎসিত মন্তব্যে ভরে উঠল সোশ্যাল মিডিয়া। কেউ লিখলেন, ‘রমজান মাসে লজ্জা করে না’? আবার কারও প্রশ্ন সাংসদ হয়ে তিনি এলাকার লোকেদের কাছে এই পোশাকে কী বার্তা পৌঁছে দিচ্ছেন? ভিডিয়োতে দেখা গিয়েছে আকাশি বিকিনিতে ছুটে বেড়াচ্ছেন নুসরত। ব্যাকগ্রাউন্ডে চলছে মিউজিক। যশের সঙ্গেই গিয়েছিলেন ঘুরতে। সমুদ্রের কোলে তখন সূর্য ঢলে পড়েছে। সবাই যে কটাক্ষ করেছেন এমনটা নয়। অনেকেই কথা বলেছেন তাঁর হয়েও। সমুদ্রে বিকিনি না পরে কি শাড়ি পরে ঘুরবেন তিনি? সেই প্রশ্নও করেছেন তাঁর অনুরাগীরা। নুসরত যদিও এই নিয়ে মুখ খোলেননি।

২০২১-এর গোটা বছর জুড়েই নুসরত ও যশ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর মাতৃত্ব। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বারেবারেই উঠেছিল নানা প্রশ্ন। যদিও টিভিনাইন বাংলার কাছেই প্রথম সন্তানের বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, ঈশানকে তিনি এবং যশ দুজনেই সামলাচ্ছেন বাবা হিসেবে যশকে ফুল মার্কসও দিয়েছিলেন। বলেছিলেন, “যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব আমি।” কাজ নিয়ে দুজনেই ব্যস্ত। একসঙ্গে ছবিও করছেন দুজনে। নুসরতের ছবি মুক্তি পেয়েছে গত মাসে। অভিনেতা যশও শীঘ্রই ওপার বাংলার এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন।

তবে এসবের মধ্যেই বেড়েছে প্রেম। সম্পর্ক হয়েছে আরও গভীর। আর পাল্লা দিয়ে বেড়েছে ট্রোলিংও। যদিও সে সবে তাঁদের ভ্রুক্ষেপ নিয়ে খুব একটা । সম্পর্কের লুকোছাপাও আর নেই বহুদিন। ট্রোলিং চলছে। তবে সে সবের মধ্যেই দুজন মজে আছে দুজনাতেই।