আজ অর্থাৎ শনিবার মহালয়া। টেলি থেলে টলি সকলেই মহালয়ার বিশেষ ফটোশুট শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সে মিমি চক্রবর্তীই হন অথবা অন্য কেউ। পিছিয়ে নেই নুসরত জাহানও। মহালয়ার সকালে মাথায় লাল সিঁদুর, হাতে শাঁখা পলা পরে এক ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনিও। কিন্তু সে কারণে যে তাঁকে এভাবে ট্রোলের মুখে পড়তে হবে, তা হয়তো নিজেও ভাবেননি নুসরত। নুসরত যে পোশাকটি পরেছিলেন তা আদপে এক লাল পেড়ে সাদা শাড়ি। তবে কোনও ব্লাউজ পরতে দেখা যায়নি তাঁকে। পরলেও তা ব্যাকলেস। খোলা কাঁধ, উন্মুক্ত পিঠ দেখেই তাঁর দিকে উড়ে এল সমালোচনা।
নেটিজেনদের অভিযোগ, “আজকের দিনে অন্তত এমন পোশাক নাই পরলেন।” ধর্ম নিয়ে বহুবার ট্রোল্ড হয়েছেন নুসরত। নিজে মুসলিম হলেও অন্য ধর্মের উৎসবে শামিল হওয়ায় অনেক কিছু শুনতেও হয়েছে তাঁকে। যদিও নুসরত বরাবরই দাবি করে এসেছেন, তিনি ‘ভগবানের নিজের সন্তান’। কিন্তু এবার তাঁর দিকে কটাক্ষ উড়ে এল ধর্ম নিয়ে নয়, বরং পোশাক নিয়েই শুনতে হল তাঁকে। অভিনেত্রী-সাংসদ যদিও এই সমালোচনা নিয়ে চুপ। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহালয়া’।